ছড়াচ্ছে ভুয়ো খবর! রেগে গেলেন কোয়েল মল্লিক

নিজের সোশ্যাল হ্যান্ডেলেই স্টেটাস শেয়ার করেন 

Edited By: জয়িতা বসু | Updated By: May 18, 2020, 02:55 PM IST
ছড়াচ্ছে ভুয়ো খবর! রেগে গেলেন কোয়েল মল্লিক

নিজস্ব প্রতিবেদন : সবে সবে মা হয়েছেন কোয়েল মল্লিক। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সন্তানের ছবিও শেয়ার করেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী কিন্তু এবার কী হল যাতে ক্ষেপে গেলেন কোয়েল!

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রতি একটি স্টেটাস শেয়ার করেন কোয়েল মল্লিক। যেখানে তিনি বলেন, ভুয়ো খবর নিয়ে কখনও মুখ খোলেননি তিনি। তাঁর কাছের মানুষদের নিয়েও যখন বিভিন্ন গুঞ্জন বা গুজব ছড়িয়েছে, তথনও চুপ করে থেকেছেন। কিন্তু বর্তমানে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, তাতে কেউ কান দেবেন না। তাঁরা প্রত্যেকে ভাল আছেন, সুস্থ আছেন বলে জানান কোয়েল। শুধু াতই নয়, প্রত্যেকে ভাল থাকুন বলেও আশা প্রকাশ করেন অভিনেত্রী।

দেখুন...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

সম্প্রতি মা হওয়ার পর স্বামী নিসপাল সিং রানে এবং তাঁর সদ্যজাতর সঙ্গে ছবি শেয়ার করেন কোয়েল। ওই ঘটনার কয়েক দিনে মধ্যেই এবার ভুয়ো খবর নিয়ে রেগে গেলেন নায়িকা।

.