জীবনের প্রথম বিজ্ঞাপনের জন্য প্রিয়া কত টাকা নিচ্ছেন জানেন?

দক্ষিণী ছবি 'ওরু আদার লাভ'-এর 'মানিক্য মালারায়া পুভি' গানে প্রিয়ার চোখের ইশারায় মজেছিল নেট দুনিয়া। এবার বিজ্ঞাপনের মাধ্যমে পর্দায় এসে ফের একবার সকলের চোখের ঘুম কাড়তে চলেছেন প্রিয়া।  

Updated By: Jul 9, 2018, 06:49 PM IST
জীবনের প্রথম বিজ্ঞাপনের জন্য প্রিয়া কত টাকা নিচ্ছেন জানেন?

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণী ছবি 'ওরু আদার লাভ'-এর 'মানিক্য মালারায়া পুভি' গানে প্রিয়ার চোখের ইশারায় মজেছিল নেট দুনিয়া। এবার বিজ্ঞাপনের মাধ্যমে পর্দায় এসে ফের একবার সকলের চোখের ঘুম কাড়তে চলেছেন প্রিয়া।  

সূত্রের খবর, জীবনের প্রথম বিজ্ঞাপনের জন্য প্রিয়া পারিশ্রমিক হিসাবে পাচ্ছেন ১ কোটি টাকা। জাতীয়স্তরের কোনও বিজ্ঞাপন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে প্রিয়ার। শুক্রবার সকালে শ্যুটিং শুরু করতে চলেছেন প্রিয়া। নবাগতা হিসাবে প্রিয়ার পারিশ্রমিকের অঙ্কটা যে বেশ ভালোই তা আর বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগেই জানা গিয়েছিল প্রিয়া প্রকাশ ওয়ারিয়র নাকি প্রতিটি ইনস্টাগ্রাম পোস্টের জন্যও প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা করে নিচ্ছেন। প্রিয়ার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৫০ লক্ষেরও বেশি। মাত্র ১ দিনেই নাকি প্রায় ৬ লক্ষ মানুষ ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার হয়েছে। এক্ষেত্রে ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যার বিচারে প্রিয়ার স্থান নাকি কাইলি জোনার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঠিক পরেই।

 

 

কিছুদিন আগে শোনা গিয়েছিল প্রিয়াকে নাকি 'সিম্বা'তে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যেতে পারে। যদিও পরে প্রিয়ার জায়গায় নেওয়া হয় সারা আলি খানকে। যদিও ডেকান ক্রনিক্যাল সূত্রে খবর খুব শীঘ্রই নাকি বলিউডে পা রাখতে চলেছেন প্রিয়া।

আরও পড়ুন- ভাইরাল সঞ্জয়পত্নী মান্যতার স্নানের দৃশ্য

.