Cheene Badam: মুক্তির আগে এনার ছবি থেকে সরে দাঁড়ালেন যশ, কী এমন ঘটল?

হঠাৎ কী এমন ঘটল? 'চিনে বাদাম' থেকে সরে দাঁড়ানোর কারণ হিসাবে যশ! 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 5, 2022, 01:45 PM IST
Cheene Badam: মুক্তির আগে এনার ছবি থেকে সরে দাঁড়ালেন যশ, কী এমন ঘটল?

নিজস্ব প্রতিবেদন : ১০ জুন মুক্তি পাওয়ার কথা যশ-এনার ছবি 'চিনে বাদাম'-র। তার আগে হঠাৎই ছন্দপতন। 'চিনে বাদাম' (Cheene Badam) ছবির সঙ্গে আর যুক্ত নই। রবিবার সকালে টুইট করে জানালেন ছবির মুখ্য অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)র। কিন্তু হঠাৎ কী এমন ঘটল? 'চিনে বাদাম' থেকে সরে দাঁড়ানোর কারণ হিসাবে যশ টুইট করে জানান, ''ছবির ক্রিয়েটিভ বিষয় নিয়ে প্রযোজনা সংস্থা এবং পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে মতবিরোধের কারণে আমি নিজেকে 'চিনে বাদাম' থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি।'' 

এখানেই শেষ নয়, যশ আরও লিখেছেন, ''তবে আমি এই ছবিটাতে নিজের সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে কাজ করেছি। তাই চাই না ছবিটা নষ্ট হোক। আমি ছবির নির্মাতাদের শুভেচ্ছা জানাচ্ছি। যদি তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়, তখন আমি ছবি থেকে সরে দাঁড়ানোর কারণ সামনে আনব।''

ছবি মুক্তির দিন আসন্ন। সেখানে আচমকা কী এমন ঘটেছে যাতে 'চিনে বাদাম' থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন যশ দাশগুপ্ত। এবিষয়ে ছবির পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান, ''আমি প্রতিটা ছবির ক্ষেত্রেই চেষ্টা করি প্রযোজকের টাকা যেন উঠে আসে। যে প্রযোজক আমার ক্রিয়েটিভিটিকে মেনে নেন তাঁর সঙ্গেই কাজ করি। আমার সঙ্গে জারেকের বোঝাপড়া ভালো। আমি ছবিটা আমার মতো বানাচ্ছি, আর ওরা আমায় সমর্থন করছে। এখনও পর্যন্ত চিনে বাদাম-এর যা কিছু প্রকাশ পেয়েছে, যেভাবে প্রচার হচ্ছে তার প্রশংসাই হয়েছে। কাজ করতে গিয়ে ভালো লেগেছিল বলেই যশ আমার 'মাস্টারমশাই' ছবিটা করতেও আগ্রহ প্রকাশ করে। সেটাতেও ও কাজ করছে। তাই কাল রাতে কী এমন ঘটেছে আমি জানি না! ছবিটা আর ৫দিন পর মুক্তি পাবে, তাহলে ক্রিয়েটিভ ডিফারেন্সেস কী হবে? কারণ এখন তো ক্রিয়েটিভিটির কিছু করছি না, শুধু মার্কেটিং-এর কাজ করছি। গত পরশু ও আমার সঙ্গে ছবির প্রচারে গিয়েছিল। তবে কাল টাইটেল ট্র্যাক বের হওয়ার পরই ও বিরক্তি প্রকাশ করে! তবে ঠিক কী হয়েছে আমি সত্যিই জানি না। এখন যে স্টেজে আছি, তাতে মার্কেটিং যা বলছে সেটাই করছি। এখানে ক্রিয়েটিভ ডিফারেন্সের কী আছে? তবে ও আমায় বলেছিল ৪ নম্বর গানটা (টাইটেল ট্র্যাক) করার দরকার কী ছিল? তবে প্রযোজক আমায় বলেছিল, তাই  দরকার তো ছিলই। কারণ প্রচারের জন্য যত বেশি কনটেন্ট হবে ততই ভালো। বনি চক্রবর্তী খুবই পরিচিত গায়ক, উনি বোম্বে থেকে এটার প্রচারে এসেছেন। এতে খারাপটা কী জানি না! এনার (এনা সাহা) সঙ্গেও কথা হয়েছে, ও বলল ঠিক কী হয়েছে জানি না।''

আরও পড়ুন-Rupankar-KK contro: কেকে-রূপঙ্কর বিতর্কে মুখ খুললেন রাজ, পরম ও জিৎ

এই সমস্যার জেরে যশ-নুসরত জুটির শিলাদিত্য মৌলিকের পরবর্তী ছবি 'মাস্টারমশাই'-এর ভবিষ্যৎ কী? সেকথা জানতে চাওয়া হলে শিলাদিত্য মৌলিক জানান, এবিষয়ে এখনও কিছুই কথা হয়নি তিনি প্রচারের কাজে দুর্গপুরে আছেন। 

একই বিষয়ে জারেক এন্টারটেইনমেন্টের তরফে এনা সাহার মা বনানী সাহা জানান, ''আমি তো এখনও কিছু জানি না। আমাদের সঙ্গে ওর কোনও সমস্যা হয়নি। ও কেন এমন সিদ্ধান্ত নিয়েছে কী করে বলি! ছবি নিয়ে যে চুক্তি আছে, সেটাও তো বাতিল করা হয়নি। আসলে ছবি থেকে যশের সরে দাঁড়ানোর কথাও সংবাদ মাধ্যমের থেকেই জানতে পারছি। যশ বোম্বেতে তাই দুর্গাপুরে ছবি প্রচারে থাকতে পারবেন না বলেছিলেন, ফিরে আবারও ছবির প্রচারে যোগ দেওয়ার কথা। এখন কিছুই বুঝতে পারছি না''

তবে ইন্ডাস্ট্রির অন্দরে কিছু লোকজনের প্রশ্ন, শুধুই কি ক্রিয়েটিভ ডিফারেন্স নাকি এর পিছনে রয়েছে কোনও ব্যক্তিগত কারণ? 

 

.