জাদুকর ও জাদুকরীর গল্প নিয়ে আসছে 'ভানুমতীর খেল'

ভানুমতীর চরিত্রে শ্রেয়শ্রী রায় ও মেঘরাজের চরিত্রে অভিনয় করছেন রুবেল দাস। এই সেই রুবেল যিনি কিনা সম্প্রতি মহালয়াকে শিবের চরিত্রে অভিনয় করেছেন। চলুন আলাপ করি সেই জাদুকর ও জাদুকরী  মেঘরাজ ও ভানুমতীর সঙ্গে

Updated By: Jan 6, 2018, 02:54 PM IST
জাদুকর ও জাদুকরীর গল্প নিয়ে আসছে 'ভানুমতীর খেল'

নিজস্ব প্রতিবেদন : বড় হয়ে কী হতে চাও? এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ কিশোর-কিশোরীই ডাক্তার, ইঞ্জিনিয়র, শিক্ষক-শিক্ষিকা, আইনজীবী কিংবা পাইলট হওয়ার স্বপ্নের কথাই বলে থাকে। তবে কিশোরী 'ভানুমতী' স্বপ্ন দেখেছিল জাদুকরী হওয়ার। আর নিজের পরিবার সূত্রেই 'জাদু' দেখানোর পেশাকে বেছে নেওয়ার স্বপ্ন দেখেছিল সে। আর জাদুকরী ভানুমতীর সেই গল্প নিয়েই জি বাংলাতে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'ভানুমতীর খেল'। 

সুন্দরী জাদুকরী ভানুমতী, যে কিনা বেলুনকে নিমেষে বানিয়ে দিতে পারে আপেল কিংবা পায়রাকে বানিয়ে দিতে পারে আস্ত একটা ডিম। আর এধরণের খেলা দেখাতে গিয়েই ভানুমতীর আলাপ হবে বিখ্যাত জাদুকর মহেন্দ্র সরকারের ছেলে মেঘরাজের সঙ্গে। আর জাদুই ভানুমতী ও মেঘরাজকে কাছাকাছি আনবে। 

কিন্তু কীভাবে?

এটা জানতে হলে আগামী ৮ জানুয়ারি থেকে সন্ধে ৭টার সময় চোখ রাখতে হবে জি বাংলার নতুন ধারাবাহিক 'ভানুমতীর খেল'-এ।

আরও পড়ুন- 'কেশরী' লুকে চমকে দিলেন অক্ষয়

.