ভারতের দূর্বলতম প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী: সঞ্জয় ঝা

নির্বাচনের ভরা মাসে মনমোহন সিংয়ের প্রাক্তন পরামর্শদাতা সঞ্জয় বারুর বই নিয়ে ইতিমধ্যেই প্রভূত বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে কংগ্রেস। প্রধান বিরোধী দল বিজেপি বিপক্ষকে চাপে ফেলতে ভরপুর সুবিধা নিচ্ছে এই বই `বোমা`-র। দলের মুখরক্ষা করতে এবার প্রতি আক্রমণে নামলেন কংগ্রেসের মুখপাত্র সঞ্জয় ঝা। অটলবিহারী বাজপেয়ীকে ভারতের দূর্বলতম প্রধানমন্ত্রী অ্যাখ্যা দিলেন তিনি।

Updated By: Apr 14, 2014, 05:53 PM IST

নির্বাচনের ভরা মাসে মনমোহন সিংয়ের প্রাক্তন পরামর্শদাতা সঞ্জয় বারুর বই নিয়ে ইতিমধ্যেই প্রভূত বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে কংগ্রেস। প্রধান বিরোধী দল বিজেপি বিপক্ষকে চাপে ফেলতে ভরপুর সুবিধা নিচ্ছে এই বই `বোমা`-র। দলের মুখরক্ষা করতে এবার প্রতি আক্রমণে নামলেন কংগ্রেসের মুখপাত্র সঞ্জয় ঝা। অটলবিহারী বাজপেয়ীকে ভারতের দূর্বলতম প্রধানমন্ত্রী অ্যাখ্যা দিলেন তিনি।

বারুর তাঁর বই "The Accidental Prime Minister: The Making and Unmaking of Manmohan Singh" -এ দাবি করেছেন ক্ষমতার মূল কেন্দ্র আসলে সোনইয়া গান্ধী। তিনিই এদেশের `super prime minister`। বরুর মতে মনমোহন সিং কংগ্রেস সুপ্রিমোর অঙ্গুলিহেলনেই ওঠাবসা করতেন।

ইউপিএ ওয়ান সরকারের সময় বারু প্রধানমন্ত্রীর মিডিয়া পরামর্শদাতা হিসাবে কাজ করতেন।

বিজেপির আক্রমণের জবাবে সঞ্জয় ঝা তাঁর টুইট করে জানিয়েছেন ``ভারতের দূর্বলতম প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। কান্দাহার জঙ্গিদের তিনি সহজে চলে যেতে দিয়ে ছিলেন। সংসদে আক্রমণও হয়েছিল ওনার আমলেই।``

সঞ্জয় বারুর বই প্রকাশিত হওয়ার পরেই বর্ষীয়ান বিজেপি নেতা এল কে আডবাণী মন্তব্য করেন, ``সবাই যেটা জানত এই বইটা আর একবার সেই কথাটাই বলল। ভারতের ইতিহাসে দূর্বলতম প্রধানমন্ত্রীর নাম মনমোহন সিং।``

তবে বারুর বইয়ের সব দাবিকেই প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে।

.