কেন্দ্রভিত্তিক LIVE UPDATE: আসানসোল

রাজ্যে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ। এ রাজ্যের ৬ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৭২ জন প্রার্থী। ভোট চলছে আসানসোলে-

Updated By: May 7, 2014, 03:09 PM IST

রাজ্যে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ। এ রাজ্যের ৬ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৭২ জন প্রার্থী। ভোট চলছে আসানসোলে-

লড়ছেন কারা-

দোলা সেন-তৃণমূল কংগ্রেস
বংশগোপাল চৌধুরী-সিপিআইএম
ইন্দ্রানি মিশ্র-কংগ্রেস
বাবুল সুপ্রিয়-বিজেপি

দুপুর ২.০০টা- আসানসোলের বার্নপুর বয়েজ হাইস্কুলের বুথের ভিতর জমায়েত করেছিলেন তৃণমূল ও সিপিআইএম কর্মীরা। তাদের হঠাতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিস।

সকাল ১১.৪৫টা- জামুড়িয়ার ৭৮, ৭৯, ৮০ নম্বর বুথ এবং পাণ্ডবেশ্বরের ৫২ ও ৫৩ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বামেরা। জামসোলে সিপিআইএম কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৯.৩০টা- বাবুল সুপ্রিয়র বুথে ঢোকা নিয়ে আপত্তি। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের সঙ্গে কথা বলছিলেন বাবুল সুপ্রিয়। তাতে আপত্তি জানায় তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। এর জেরেই ভোট চলাকালীনই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ চলল আসানসোলের মন্তেশ্বরের মহিশিলায়।

সকাল ৯.২০টা-- সকাল ৯টা পর্যন্ত ভোটের হার-- আসানসোল-২২ শতাংশ।

সকাল ৯.০০টা- পান্ডবেশ্বরে আক্রান্ত তিন মহিলা প্রতিবন্ধী ভোটার।

সকাল ৮.৩০টা- রানিগঞ্জের ২৪২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট রাজা মুখার্জিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৮.২০টা- সিপিআইএম এজেন্টকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আসানসোলের লোকসভা কেন্দ্রে জামুড়িয়ায় ২৩৫ নম্বর বুথের সিপিআইএম এজেন্ট অঙ্গদ বাউড়িকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁকে তৃণমূল কর্মীরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ সিপিআইএমের।

সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন৷ ভোট ঘিরে কড়া নিরাপত্তা৷ মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী৷

সকাল ৭টা- আসানসোলে ভোটগ্রহণ শুরু। ভাগ্যনির্ধারিত হচ্ছে বাবুল সুপ্রিয়, দোলা সেন, বংশগোপাল চৌধুরীর।

.