রাজ্যে তৃণমূল পেতে পারে ২০টি, বামফ্রন্ট ১৫, কংগ্রেস ৫ ও বিজেপি ২টি আসন: EXIT POLL

অশান্তি আর বিক্ষিপ্ত সন্ত্রাসের আবহের মধ্যেই রাজ্যে মিটল শেষ দফার ভোটগ্রহণ. প্রকাশিত হয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা. দেখে নেব কোথায় দাঁড়িয়ে রয়েছে রাজ্য-

Updated By: May 13, 2014, 10:48 AM IST

অশান্তি আর বিক্ষিপ্ত সন্ত্রাসের আবহের মধ্যেই রাজ্যে মিটল শেষ দফার ভোটগ্রহণ. প্রকাশিত হয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা. দেখে নেব কোথায় দাঁড়িয়ে রয়েছে রাজ্য-

CNN-IBN বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী-

রাজ্যে ৪২টি আসনের মধ্যে,

তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৫-৩১টি আসন
বামফ্রন্ট পেতে পারে ৭-১১টি আসন
কংগ্রেস পেতে পারে ২-৪টি আসন
বিজেপি পেতে পারে ১-৩টি আসন

TIMES NOW বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী-

তৃণমূল কংগ্রেস পেতে পারে ২০টি আসন
বামফ্রন্ট পেতে পারে ১৫টি আসন
কংগ্রেস পেতে পারে ৫টি আসন
বিজেপি পেতে পারে ২টি আসন

Aj Tak বুথফেরত সমীক্ষা অনুযায়ী-

তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৪টি আসন
বামফ্রন্ট পেতে পারে-১২টি আসন
কংগ্রেস পেতে পারে-৫টি আসন
বিজেপি পেতে পারে-১টি আসন

India TV বুথফেরত সমীক্ষা অনুযায়ী-

তৃণমূল কংগ্রেস পেতে পারে-২৭টি আসন
বামফ্রন্ট পেতে পারে-৯টি আসন
কংগ্রেস পেতে পারে-৪টি আসন
বিজেপি পেতে পারে-২টি আসন

২০০৯ লোকসভা নির্বাচনে রাজ্যে-

তৃণমূল কংগ্রেস পেয়েছিল-১৯টি আসন
বামফ্রন্ট-১৫টি আসন
কংগ্রেস-৬টি
এসইউসিআই-১টি
বিজেপি-১টি

.