বর্ষা মানেই ম্যালেরিয়া, জেনে নিন মারণ রোগ সারানোর ৫টি ঘরোয়া উপায়

বর্ষা এসে গেছে। রাস্তায় জল জমতে এক ঘণ্টার বৃষ্টিই যথেষ্ট। তাই বর্ষার সঙ্গে অবাধরিত ভাবে জীবনে ঢুকে পড়ে ম্যালেরিয়া। সন্ধে থেকে ভোরের মধ্যে সংক্রমিত অ্যনোফিলিস মশার কামড়ে শরীরে বাসা বাঁধে প্লাজমোডিয়াম প্যারাসাইট। এর প্রকোপেই ম্যালেরিয়ায় আক্রান্ত হয় মানুষ। একটু সতর্ক থাকলে ম্যালেরিয়ার চিকিত্‍সা করা যায় ওষুধ ছাড়াই। রান্নাঘরে থাকা কিছু রোজকার ব্যবহারের জিনিসেই চিকিত্‍সা করা যায় ম্যালেরিয়ার।

Updated By: Jun 26, 2014, 11:26 PM IST

বর্ষা এসে গেছে। রাস্তায় জল জমতে এক ঘণ্টার বৃষ্টিই যথেষ্ট। তাই বর্ষার সঙ্গে অবাধরিত ভাবে জীবনে ঢুকে পড়ে ম্যালেরিয়া। সন্ধে থেকে ভোরের মধ্যে সংক্রমিত অ্যনোফিলিস মশার কামড়ে শরীরে বাসা বাঁধে প্লাজমোডিয়াম প্যারাসাইট। এর প্রকোপেই ম্যালেরিয়ায় আক্রান্ত হয় মানুষ। একটু সতর্ক থাকলে ম্যালেরিয়ার চিকিত্‍সা করা যায় ওষুধ ছাড়াই। রান্নাঘরে থাকা কিছু রোজকার ব্যবহারের জিনিসেই চিকিত্‍সা করা যায় ম্যালেরিয়ার।

লেবু- ন্যাচারোপ্যাথি অনুযায়ী লেবুর রস কমাতে পারে ম্যালেরিয়ার জ্বর। জলের মধ্যে ৪ থেকে ৫ ফোঁটা লেবুর রস মিশিয়ে খেলে কমে যেতে পারে শরীরের তাপমাত্রা।

দারচিনি- ম্যালেরিয়ার চিকিত্‍সায় অব্যর্থ দারচিনি। এক গ্লাস জলে এক চা চামচ দারচিনি গুঁড়ো, এ চা চামচ মধু, এক চিমটে গোলমরিচ গুঁড়ো দিয়ে জল ফুটিয়ে নিন। প্রতিদিন এই জল খেলে রেহাই মিলতে পারে ম্যালেরিয়ার জ্বর থেকে।

তুলসী- তুলসী পাতা চিবিয়ে খেলে বা পাতার রস খেলে কমে যায় ম্যালেরিয়া।

আদা- আদা ছোট ছোট টুকরোয় কেটে নিয়ে ২ থেকে ৩ চা চামচ কিসমিসের সঙ্গে মিশিয়ে এক গ্লাস জলের মধ্যে ফুটিয়ে নিন। যতক্ষণ না জল ঘন হয়ে অর্ধেক হয়ে আসছে। এই জলও কমিয়ে দেয় ম্যালেরিয়ার জ্বর।

আঙুর- ম্যালেরিয়ার ওষুধ কুইনিনের উপাদান লুকনো থাকে আঙুরের মধ্যে। আঙুরের ক্কাথ রোজ খেলে সেরে যাবে ম্যালেরিয়া।

.