ম্যালেরিয়া পরীক্ষা করুন এখন মাত্র ১০ টাকায় আর ১০ সেকেন্ডে
নিজস্ব প্রতিবেদন: চারিদিকে ম্যালেরিয়ার প্রকোপে নাজেহাল জনজীবন। নিম্নচাপের জেরে বৃষ্টি লেগেই রয়েছে। আর জমা জলে বেড়ে উঠছে ম্যালেরিয়ার মশা। অনেকক্ষেত্রে ম্যালেরিয়া হয়েছে, এটা বুঝে ওঠার আগেই রোগীর শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তবে, এবার ম্যালেরিয়া পরীক্ষা আরও সহজ হয়ে গেল। এবার মাত্র ১০ টাকায় আর ১০ সেকেন্ডের মধ্যেই পরীক্ষা করে দেখে নিন আপনার ম্যালেরিয়া হয়েছে কিনা।
কলকাতার দুই শিক্ষা প্রতিষ্ঠান, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট-এর সঙ্গে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানিরা যৌথ প্রচেষ্টায় ম্যালেরিয়া শনাক্তকরণের জন্য ‘সেন্টাউর’ নামের একটি পোর্টেবল যন্ত্র আবিষ্কার করেছেন। যার মাধ্যমে মাত্র ১০ টাকায় আর ১০ সেকেন্ডের মধ্যেই চিনে ফেলতে পারবেন যে আপনার ম্যালেরিয়া হয়েছে কিনা। শুধু ম্যালেরিয়াই নয়, এই যন্ত্রের মাধ্যমে শনাক্ত করা যাবে ডেঙ্গুও।
বারবার চুলে রঙ করলে বাড়তে পারে স্তন ক্যানসারের ঝুঁকি
কীভাবে এই যন্ত্রের মাধ্যমে ম্যালেরিয়া পরীক্ষা করবেন?
১) আঙ্গুল থেকে এক ফোঁটা রক্তের মাধ্যমেই পরীক্ষা করা যাবে ম্যালেরিয়া।
২) যন্ত্রের উপর এক ফোঁটা রক্ত দেওয়ার ১০ থেকে ১২ সেকেন্ডের মধ্যেই যন্ত্র জানিয়ে দেবে ম্যালেরিয়া হয়েছে কিনা।