এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন আপনার কিডনি স্টোন হয়েছে

কিডনিতে পাথর এখন সাধারণ একটি অসুখ হয়ে গিয়েছে। বহু সংখ্যক মানুষ এই অসুখে ভুগছেন। যে কোনও বয়সের মানুষই এই অসুখে আক্রান্ত হতে পারেন। সাধারণত জল কম খাওয়া, উচ্চরক্তচাপ, ডায়াবিটিস, ওবেসিটির কারণে কিডনিতে পাথর হতে পারে। এটি এমন একটি অসুখ, যা অবহেলা করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু জানেন কি কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনার কিডনি স্টোন হয়েছে?

Updated By: Aug 10, 2016, 12:06 PM IST
এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন আপনার কিডনি স্টোন হয়েছে

ওয়েব ডেস্ক: কিডনিতে পাথর এখন সাধারণ একটি অসুখ হয়ে গিয়েছে। বহু সংখ্যক মানুষ এই অসুখে ভুগছেন। যে কোনও বয়সের মানুষই এই অসুখে আক্রান্ত হতে পারেন। সাধারণত জল কম খাওয়া, উচ্চরক্তচাপ, ডায়াবিটিস, ওবেসিটির কারণে কিডনিতে পাথর হতে পারে। এটি এমন একটি অসুখ, যা অবহেলা করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু জানেন কি কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনার কিডনি স্টোন হয়েছে?

জেনে নিন কোন লক্ষণগুলোতে বুঝবেন আপনার কিনডি স্টোন হয়েছে-

১) তলপেটে অসহ্য যন্ত্রণা।

২) পাঁজরের দুপাশে অসহ্য যন্ত্রণা।

৩) সারাক্ষণ বমি বমি ভাব বা বমি হওয়া।

৪) প্রস্রাবের সময় জ্বালা।

৫) প্রস্রাবে সঙ্গে রক্ত।

৬) প্রস্রাবে দুর্গন্ধ এবং প্রস্রাব ঘণ।

৭) প্রস্রাবের সময় খুব কষ্ট।

৮) জ্বর।

.