সবথেকে বড় দাঁতের জন্য গিনেস বুকে নাম উঠল ভদোদরার যুবকের

Updated By: Jul 14, 2017, 01:01 PM IST
সবথেকে বড় দাঁতের জন্য গিনেস বুকে নাম উঠল ভদোদরার যুবকের

ওয়েব ডেস্ক: ভদোদরার ১৮ বছর বয়সী আর্ভিল প্যাটেলের নাম উঠল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। কারণ, তাঁর মুখ থেকে যে পেল্লাই সাইজের গজদাঁতটি তোলা হল, সেটাই বিশ্বের সবথেকে বড় দাঁতের স্বীকৃতি পেল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কাছ থেকে। ডেইলি মেইলের খবর অনুযায়ী, আর্ভিল প্যাটেলের গজদাঁতটি ৩.৬৭ সেন্টিমিটার বা ১.৪৪ ইঞ্চি লম্বা! এর আগে এই রেকর্ডটি ছিল সিঙ্গাপুরের লু হুই জিংয়ের দখলে। ২০০৯ সালের ৬ অপ্রিল তাঁর দাঁতটি তুলেছিলেন, ডাক্তার এনজি লেচু। লু হুই জিংয়ের দাঁতটির দৈর্ঘ্য ছিল ৩.২ সেন্টিমিটার।

আরও পড়ুন দাঁড়িয়ে জল খেলে হারাবে সুস্থতা

আর্ভিল প্যাটেলের দাঁতটি তুললেন ডাক্তার জাইমিন প্যাটেল। তিনি বলেছেন, 'আমার রোগী বলেছিল, ওর দাঁতটার জন্য অসহ্য যন্ত্রণা হচ্ছে। তারপর আমরা সেটাকে তোলার সিদ্ধান্ত নিই।' অত বড় দাঁতটি তোলার পর এখন সুস্থ রয়েছেন আর্ভিল প্যাটেল। বেড়েছে তাঁর আত্মবিশ্বাসও। সঙ্গে উঠে যাওয়া দাঁতের জন্যই তাঁর নাম উঠে গেল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।

আরও পড়ুন  ঘন ঘন গ্যাস-অম্বল? ভাবছেন বদহজম? অবহেলা করে বিপদ ডেকে আনছেন

.