আপনি কি শৌচাগারে স্মার্টফোন নিয়ে যাচ্ছেন? তাহলে কিন্তু বিপদ আসন্ন...

Updated By: Aug 23, 2017, 06:56 PM IST
আপনি কি শৌচাগারে স্মার্টফোন নিয়ে যাচ্ছেন? তাহলে কিন্তু বিপদ আসন্ন...
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : আজকের দিনে প্রায় প্রতিটি মানুষই ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত ছুটতে হচ্ছে সকলকেই। সেই ছোটার কাজটা আরও বেড়ে যায় যাদের মাথার ওপর বাড়ির রোজগারের দায়িত্বটা চাপে। সেখানেই দেখা দিয়েছে সমস্যা। সময় নেই দিনের খবর নিয়ে খোঁজ নেওয়ার। এমনকি খবরের কাগজটিও পড়ার সময় নেই তাঁদের। এহেন পরিস্থিতিতে হাতে এসেছে স্মার্টফোন। আর সেখানেই বিপদ!

রাজ্য থেকে পৃথিবী, ২৪ ঘণ্টার খবর, মেসেঞ্জারে পাঠানো মেসেজ, হোয়াটস অ্যাপে পিং...সব কিছুর একটিই ঠিকানা এই স্মার্টফোন। তাই ঘুম থেকে উঠেই নিজেকে আপডেট রাখতে এখন অধিকাংশ মানুষই মোবাইল হাতে শৌচাগারে ঢোকেন। শৌচ কর্মের সঙ্গে সঙ্গে, নিজেকে আপডেটও করে নিচ্ছেন সেই সময়।

আরও পড়ুন- রাতে বিছানায় আলো নিভিয়েও স্মার্টফোন? অন্ধ হয়ে যেতে পারেন!

কিন্তু, চিকিত্সকরা বলছেন এই স্বভাব আপনার শরীরে ডেকে আনছে ভয়ানক বিপদ। নানা রকমের রোগ ব্যাধিতে আপনি এই একটি কারণেই ভুগছেন। তাদের কথায়, শৌচকর্মের পর হাত ধোবার সময় শৌচাগারের কোথাও ফোনটি রাখতে হচ্ছে। সেই সময় তাতে সহজেই নান ধরনের ব্যাকটেরিয়া ঢুকছে। সেই ব্যাকটেরিয়ার প্রভাব এতটাই বেশি যে এর থেকে বড় ধরনের রোগ সহজেই বাসা বাঁধছে আমাদের শরীরে।

চিকিত্সকদের মতে, স্মার্টফোন থেকে রোগ ছড়ানোর সম্ভাবনা সবথেকে বেশি যখন তা 'পাবলিক টয়লেট'-এ নিয়ে যাওয়া হচ্ছে।

.