তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২

বালিগোড়ির কুখ্যাত দুষ্কৃতী সিন্ডিকেটের সঙ্গে যুক্ত জয়নুদ্দিন গাজিকে লস্করহাটি বাজার থেকে গ্রেফতার। পুলিসের সূত্র, আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে। পুলিস গ্রেফতার করে একাধিক অভিযোগ রয়েছে। সিন্ডিকেট তোলাবাজির অভিযোগ। বালিগোড়ির চৃণূল নেতা টুটুন গাজির ঘনিষ্ঠ বলে পরিচিত।

Updated By: Aug 17, 2016, 04:21 PM IST
তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২

ওয়েব ডেস্ক: বালিগোড়ির কুখ্যাত দুষ্কৃতী সিন্ডিকেটের সঙ্গে যুক্ত জয়নুদ্দিন গাজিকে লস্করহাটি বাজার থেকে গ্রেফতার। পুলিসের সূত্র, আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে। পুলিস গ্রেফতার করে একাধিক অভিযোগ রয়েছে। সিন্ডিকেট তোলাবাজির অভিযোগ। বালিগোড়ির চৃণূল নেতা টুটুন গাজির ঘনিষ্ঠ বলে পরিচিত।

সিন্ডিকেট-তোলাবাজি দৌরাত্ম্য নিয়ে কড়া প্রশাসন। তোলাবাজির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিস। বাগুইআটি থেকে গ্রেফতার করা হয়েছে মনোজ্জ্বল বিশ্বাস নামে এক ব্যক্তিকে। নিউটাউন থেকে পুলিসের জালে ধরা পড়েছে জয়নুদ্দিন গাজি। ধৃত জয়নুদ্দিন সিন্ডিকেট চক্রের সঙ্গে যুক্ত। তার কাছ থেকে  উদ্ধার হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র। ধৃতদের বিরুদ্ধে তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে পুলিসের কাছে।

.