Remdesivir: শম্ভুনাথ পণ্ডিত হাসপতালে নষ্ট ২৫ লক্ষ টাকার করোনার 'জীবনদায়ী' ওষুধ

কলকাতার বাকি হাসপাতালেও অনেক ওষুধ নষ্ট হয়েছে বলে সূত্রের খবর। 

Updated By: Jan 13, 2022, 04:40 PM IST
Remdesivir: শম্ভুনাথ পণ্ডিত হাসপতালে নষ্ট ২৫ লক্ষ টাকার করোনার 'জীবনদায়ী' ওষুধ

নিজস্ব প্রতিবেদন: কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে (Sambhunath Pandit Hospital) নষ্ট হয়ে গিয়েছে করোনার জীবনদায়ী ওষুধ রেমডেসিভিরের (Remdesivir) ৮৫০ ভায়েল। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে ওষুধগুলো নষ্ট হয়ে গিয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ থেকে সাড়ে ২৫ লক্ষ টাকা।

করোনা আক্রান্তদের চিকিৎসায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ রেমডেসিভির (Remdesivir)। যার মেয়াদ ছ'মাস এবং এক একটি ভায়েলের দাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় জীবনদায়ী হয়ে ওঠে রেমডেসিভির (Remdesivir)। তখন স্বাস্থ্য দফতর থেকে প্রতিটি হাসপাতালে ওই ওষুধ পাঠানো হয়। তবে এরপর রোগী কমে যাওয়ায় বাকি ওষুধগুলো পড়ে পড়ে নষ্ট হয়। সূত্রের খবর, কেবল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে (Sambhunath Pandit Hospital) নয়, কলকাতার বাকি হাসপাতালেও অনেক ওষুধ নষ্ট হয়েছে বলে সূত্রের খবর। 

করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দেশে রেমডেসিভিরের (Remdesivir) চাহিদা বাড়তে থাকে। অ্যান্টি-ভাইরাল লিক্যুইড রেমডেসিভিরের (Remdesivir) রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানায়, যতদিন না করোনা (Corona) পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসছে ততদিন পর্যন্ত রেমডেসিভির বিদেশে রফতানি করা যাবে না। যেসব সংস্থা ওই ওষুধ তৈরি করে তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়। সংস্থাগুলিকে তাদের কাছে মজুত রেমডেসিভিরের (Remdesivir) সংখ্যা ও পরিমাণ তাদের ওয়েবসাইটে আপলোড করার পরামর্শ দেওয়া হয়। 

আরও পড়ুন: Tala Bridge: নববর্ষে বড় চমক! খুলতে পারে কলকাতার অন্যতম 'লাইফলাইন' টালা ব্রিজ

আরও পড়ুন: গুরুতর অসুস্থ নারায়ণ দেবনাথ, ভর্তি করা হল হাসপাতালে 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.