'অভিযোগ প্রমাণ করুন, নাহলে বাংলা ছাড়ুন', মুকুলকে চ্যালেঞ্জ অভিষেকের

মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে মুকুলের রায়ের বিরুদ্ধে অভিষেকের করা মানহানির মামলার শুনানি ছিল। বিচারককে অভিষেক জানান, ‘মুকুল রায় যা অভিযোগ করছেন তা তাঁকে প্রমাণ করতে হবে।

Updated By: Nov 28, 2017, 03:27 PM IST
'অভিযোগ প্রমাণ করুন, নাহলে বাংলা ছাড়ুন', মুকুলকে চ্যালেঞ্জ অভিষেকের

নিজস্ব প্রতিবেদন: 'মিথ্যা বলে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। অভিযোগ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব।' বিশ্ব বাংলা ইস্যুতে এবার আদালতে দাঁড়িয়েই মুকুল রায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

আরও পড়ুন:  মা ফ্লাইওভারে উল্টে গেল গাড়ি, জখম ২
মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে মুকুলের রায়ের বিরুদ্ধে অভিষেকের করা মানহানির মামলার শুনানি ছিল।  অভিষেক জানান, ‘মুকুল রায় যা অভিযোগ করছেন তা তাঁকে প্রমাণ করতে হবে। মিথ্যা তথ্য দিয়ে সম্মান নষ্টের চেষ্টা চলছে। অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেব।  আর উনি যদি প্রমাণ করতে না পারেন, তো বাংলা ছেড়ে চলে যান।‘

আরও পড়ুন: সরকারি হাসপাতাল থেকেই গায়েব হয়ে গেলেন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা!
এদিন অভিষেকের পক্ষে আদালতে সাক্ষ্য দেন সৌম্য বক্সি। তিনি বলেন, ‘অভিষেককে শ্রদ্ধা করি। এই ঘটনায় আমরা মর্মাহত। অভিষেককে ফাঁসানোর ছক কষা হয়েছে।‘ শুনানি শেষে অভিষেক বলেন, ‘আদালতের ওপর ভরসা রয়েছে। মুকুল রায়কে কেউ বিশ্বাস করবেন না। সত্য সামনে আসবেই।  আদালত যা নির্দেশ দেবে, তা সবাইকে মানতে হবে। মিথ্যা প্রচারকারীদের  কীভাবে জামানত বাজেয়াপ্ত করতে হয়, আমরা জানি।‘

.