ফের পণ্ডিতিয়ার ছায়া, এবার চারু মার্কেট এলাকায়

ফের পণ্ডিতিয়ার ছায়া। এবার চারু মার্কেট এলাকায়। বেপরোয়া গাড়ির ধাক্কা বাইকে। দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর জখম বাইকের বাকি দুই আরোহীও। তিন জনের কেউই অবশ্য হেলমেট পরে ছিল না। গতরাতে তিনটে নাগাদ, ভবানী সিনেমার সামনে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, বেপরোয়া গতিতে আসছিল হন্ডা সিটি গাড়িটি।

Updated By: Sep 24, 2016, 12:41 PM IST
ফের পণ্ডিতিয়ার ছায়া, এবার চারু মার্কেট এলাকায়

ওয়েব ডেস্ক: ফের পণ্ডিতিয়ার ছায়া। এবার চারু মার্কেট এলাকায়। বেপরোয়া গাড়ির ধাক্কা বাইকে। দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর জখম বাইকের বাকি দুই আরোহীও। তিন জনের কেউই অবশ্য হেলমেট পরে ছিল না। গতরাতে তিনটে নাগাদ, ভবানী সিনেমার সামনে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, বেপরোয়া গতিতে আসছিল হন্ডা সিটি গাড়িটি।

আরও পড়ুন সীমান্তে যুদ্ধের আবহ, এরই মাঝে সন্দেহজনক পায়রার গতিবিধি!

তখনই আচমকা সামনে চলে আসে বাইক। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন বাইকের আরোহীরা। তাঁদের প্রথমে এম আর বাঙ্গুর হাসপাতাল এবং সেখান থেকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। তদন্তে নেমে পুলিসের প্রাথমিক অনুমান, গাড়িটি সম্ভবত সল্টলেক এলাকার। গাড়ির মালিক ও চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে।   

আরও পড়ুন  ৫০০তম টেস্টে ভারত এমন কাণ্ড ঘটালো, যা এর আগের ৪৯৯ টেস্টে কখনও হয়নি!

 

.