আর্থিক প্রকল্পের বিজ্ঞাপনে কানু সান্যালের ছবি। চূড়ান্ত `গাফিলতি`তে বিতর্কে তোলপাড় রাজ্য
একজন নকশাল নেতা, যিনি দু-বছর আগেই মারা গেছেন। বেঁচে থাকাকালীনও যিনি হাজার সাধ্যসাধনাতেও কখনও কোনও সরকারি আর্থিক সাহায্য নেননি। সেই কানু সান্যালেরই ছবি দিয়ে বাজারে এল সরকারি স্বল্প সঞ্চয় স্কিমের বিজ্ঞাপন। কেন দেওয়া হল এই ছবি? ভেবেচিন্তেই কি এই ছবি ব্যবহার করা হয়েছে? নাকি এর পিছনে কাজ করছে প্রশাসনের চূড়ান্ত গাফিলতি?
একজন নকশাল নেতা, যিনি দু-বছর আগেই মারা গেছেন। বেঁচে থাকাকালীনও যিনি হাজার সাধ্যসাধনাতেও কখনও কোনও সরকারি আর্থিক সাহায্য নেননি। সেই কানু সান্যালেরই ছবি দিয়ে বাজারে এল সরকারি স্বল্প সঞ্চয় স্কিমের বিজ্ঞাপন। কেন দেওয়া হল এই ছবি? ভেবেচিন্তেই কি এই ছবি ব্যবহার করা হয়েছে? নাকি এর পিছনে কাজ করছে প্রশাসনের চূড়ান্ত গাফিলতি?
কারণ বুঝতে পারছে না নকশাল নেতার পরিবারও। সারদাকাণ্ডের পর এই আর্থিক স্কিম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ প্রায় সবকটি দৈনিক সংবাদপত্রে বড় করে অর্ধেক পাতা জুড়ে সরকারের এই আর্থিক সুরক্ষা প্রকল্পের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
এতে যেমন আছে গ্রাম্য গৃহিনীর ছবি, তেমনই মাঠে-ঘাটে কাজ করা মহিলার ছবিও দেওয়া হয়েছে। আর এদেরই পাশে আছে প্রয়াত কানু সানাল্যের ছবিও। এধরনের সরকারি স্কিমের জন্য কানু সান্যালের ছবির ব্যবহারে বেজায় ক্ষুব্ধ তাঁর পরিবার। বিতর্ক শুরু হয়েছে নানা মহলে।