লাগামছাড়া পেট্রোল-ডিজেলের দাম, প্রতিবাদে ধর্মঘটের ডাক ডিলারদের

এইভাবে জ্বালানির দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, পেট্রোল ডিলারদের অভিযোগ, জ্বালানির দাম এভাবে রোজ বাডা়য় পেট্রোলকর্মীদের সঙ্গে খদ্দেরদের নিত্য ঝামেলা হচ্ছে। 

Updated By: May 22, 2018, 01:07 PM IST
লাগামছাড়া পেট্রোল-ডিজেলের দাম, প্রতিবাদে ধর্মঘটের ডাক ডিলারদের

নিজস্ব প্রতিবেদন:   আরও বাড়ল তেলের দাম। এই নিয়ে টানা ন’দিন। লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দিল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। ১ জুন থেকে ধর্মঘটের ডাক দিয়েছে তারা।

টানা ৯ দিন ধরে এক নাগাড়ে বেড়ে চলেছে জ্বালানির দাম। সোমবারের তুলনায় মঙ্গলবার  আরও ২৬ পয়সা দাম বেড়েছে ডিজেলের। মঙ্গলবার কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি ৭০ টাকা ৬৩ পয়সা।  পেট্রোলের দাম লিটার প্রতি ৭৯ টাকা ৫৩ পয়সা। সোমবার তুলনায় পেট্রোলের দাম ২৯ পয়সা বেড়েছে।

আরও পড়ুন: ম্যাসাজ করার ফাঁকেই স্ত্রীকে খুনের ছক কষেছিল স্বামী, দরজা ছিটকিনি খুললেই কাজ হাসিল

এইভাবে জ্বালানির দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, পেট্রোল ডিলারদের অভিযোগ, জ্বালানির দাম এভাবে রোজ বাডা়য় পেট্রোলকর্মীদের সঙ্গে খদ্দেরদের নিত্য ঝামেলা হচ্ছে। এই কারণেই ১১ দিনের সময়সীমা বেঁধে দিলেন পেট্রোল ডিলাররা। তাঁদের দাবি, এই ১১ দিনের মধ্যে  অবিলম্বে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে, তা না হলে ১ জুন থেকে ধর্মঘটের পথে হাঁটবে পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন।

.