এবার দমদমে তোলাবাজির অভিযোগ
নিজের জমি বিক্রিতেই বাধা। কমিশন দিতে হবে স্থানীয় ক্লাবকে। খুলে আম তোলা দাবি। দিনে রাতে লাগাতার হুমকি বৃদ্ধ দম্পতিকে। থানায় FIR করেও নিরাপত্তা মেলেনি। কারণ পাড়ার দাদা, থানা-পুলিস কিছুকেই ভয় পান না।
ওয়েব ডেস্ক: নিজের জমি বিক্রিতেই বাধা। কমিশন দিতে হবে স্থানীয় ক্লাবকে। খুলে আম তোলা দাবি। দিনে রাতে লাগাতার হুমকি বৃদ্ধ দম্পতিকে। থানায় FIR করেও নিরাপত্তা মেলেনি। কারণ পাড়ার দাদা, থানা-পুলিস কিছুকেই ভয় পান না।
আম্বেদকর সরণির বাসিন্দা আশি বছরের ধীরেন সাহা ও সত্তর বছরের প্রতিমা দেবী। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। অশক্ত শরীরে বাসা বেঁধেছে বয়সজনিক অসুখ। নিজেদের চিকিত্সার খরচ চালাতে বাড়ির সামনের একফালি জমি বিক্রি করতে চেয়েছিলেন। বাধ সেধেছে স্থানীয় ক্লাব অলোক সংঘ।
যশোর রোড সম্প্রসারণের জট কাটার মুখে
জমি কেনার আগে অলোক সংঘের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিরিশে জুন লিখে যায় ক্লাবের সভ্যরা। তারপর বাড়ির গাছে রীতিমতো ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। বাধ্য হয়েই দমদম থানার দ্বারস্থ হন বৃদ্ধ দম্পতি। FIR-এর ভিত্তিতে অভিযুক্ত সুবল দাসকে গ্রেফতার করে পুলিস। জামিনে মুক্ত সে। আর এক অভিযুক্ত তৃণমূল নেতা দীপক বসুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে, পুলিসি হস্তক্ষেপের পরেও তাণ্ডবের বিরাম নেই।
সিন্ডিকেট শাসনের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত তাঁর প্রশাসনের দিকেই তাকিয়ে অসহায় এই দম্পতি।