আমিনুলকাণ্ডে কমিশনারের কাছে রিপোর্ট তলব আদালতের

হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। তিলজলার আমিনুল ইসলামকাণ্ডে পুলিস কমিশনারের কাছে রিপোর্ট তলব করল আদালত। যেখানে নাবালিকা নিজে ধর্ষণের অভিযোগ করে, সেখানে কেন নাবালিকার মেডিক্যাল পরীক্ষা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলল আদালত।

Updated By: Aug 1, 2013, 01:55 PM IST

হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। তিলজলার আমিনুল ইসলামকাণ্ডে পুলিস কমিশনারের কাছে রিপোর্ট তলব করল আদালত। যেখানে নাবালিকা নিজে ধর্ষণের অভিযোগ করে, সেখানে কেন নাবালিকার মেডিক্যাল পরীক্ষা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলল আদালত।
কী কারণে মেডিক্যাল পরীক্ষা হয়নি, এক সপ্তাহের মধ্যে হাইকোর্টের কাছে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে কলকাতার পুলিস কমিশনারকে। গত জানুয়ারি মাসে, নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদ করে খুন হন তিলজলার বাসিন্দা আমিনুল ইসলাম। পুলিসের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ ওঠে। অভিযোগ, এরপরও নড়ে চড়ে বসেনি পুলিস।

.