বিজেপি কীভাবে বাংলা বিরোধী? দলের প্রতিষ্ঠাতাই তো বাংলার মহান সন্তান: অমিত

অসমের নাগরিকপঞ্জি নিয়ে মমতা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন অমিত শাহ।

Updated By: Aug 11, 2018, 02:56 PM IST
বিজেপি কীভাবে বাংলা বিরোধী? দলের প্রতিষ্ঠাতাই তো বাংলার মহান সন্তান: অমিত

নিজস্ব প্রতিবেদন: বিজেপি বাংলা বিরোধী দল নয়, শনিবারের বারবেলায় মমতাকে হুঙ্কার দিয়ে ঘোষণা করলেন অমিত শাহ। তাঁর কথায়, ''বিমান বন্দর থেকে আসতে আসতে দেখলাম, ব্যানারে লেখা আছে, বাংলা বিরোধী বিজেপি গো ব্যাক। আমরা কীভাবে বাংলা বিরোধী হতে পারি! আমাদের দলে প্রতিষ্ঠাতাই তো বাংলার মহান সন্তান''।          

শুধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই নয়, স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ পরমংহস দেবের প্রসঙ্গও বারেবারে টেনে এনেছেন অমিত শাহ। তাঁর কথায়, ''স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণকে পুজো করি আমরা। ইন্দিরার জমানায় কংগ্রেস বলত, ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা। তৃণমূলের বিরোধিতা মানে বাংলার বিরোধিতা নয়। আমরা তৃণমূলের বিরোধী''।

অসমের নাগরিকপঞ্জি নিয়ে মমতা মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেছেন অমিত শাহ। তাঁর কথায়, রাজীব গান্ধীর জমানায় অসম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। অসম থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবেই। 

.