'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি ফোবিয়া হয়েছে', কটাক্ষ অমিত শাহের
নারদ কাণ্ডে মুখ্যমন্ত্রীর চক্রান্তের অভিযোগ ওড়ালেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতির বক্তব্য, নারদে কোনও ষড়যন্ত্র হয়নি। ফুটেজে সবাইকে টাকা নিতে দেখা গিয়েছে।
ওয়েব ডেস্ক : নারদ কাণ্ডে মুখ্যমন্ত্রীর চক্রান্তের অভিযোগ ওড়ালেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতির বক্তব্য, নারদে কোনও ষড়যন্ত্র হয়নি। ফুটেজে সবাইকে টাকা নিতে দেখা গিয়েছে।
একই সঙ্গে তাঁর মন্তব্য, বিজেপির কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। কাউকে টাকা নিতে দেখা যায়নি। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি ফোবিয়া হয়েছে। সব ঘটনাতেই এখন বাম-কংগ্রেসকে ছেড়ে BJP-কে দেখছেন তিনি।
পাশাপাশি অমিত শাহের কটাক্ষ, তৃণমূল জমানায় বাংলায় এলে আগে শোনা যেত রবীন্দ্র সংগীত। এখন শোনা যায় বোমার শব্দ।
আরও দেখুন, হিন্দুত্বের ট্রাম্প কার্ডেই বাংলা জয়ের স্বপ্ন মোদী-অমিত শাহ জুটির