নারদ মামলায় দুই আবেদনকারীকে তলব CBI-এর
নারদ মামলায় প্রাথমিক তদন্তের কাজ গতকালই শুরু করেছে CBI। তারই অঙ্গ হিসেবে আজ মামলার দুই আবেদনকারী অমিতাভ চক্রবর্তী ও ব্রজেশ ঝাকে নিজাম প্যালেসে তলব করেছেন গোয়েন্দারা। অন্যদিকে আজই CBI ১২টি প্রশ্নের জবাব চেয়ে পাঠিয়েছে বলে দাবি করেছেন ম্যাথু স্যামুয়েল।
ওয়েব ডেস্ক : নারদ মামলায় প্রাথমিক তদন্তের কাজ গতকালই শুরু করেছে CBI। তারই অঙ্গ হিসেবে আজ মামলার দুই আবেদনকারী অমিতাভ চক্রবর্তী ও ব্রজেশ ঝাকে নিজাম প্যালেসে তলব করেছেন গোয়েন্দারা। অন্যদিকে আজই CBI ১২টি প্রশ্নের জবাব চেয়ে পাঠিয়েছে বলে দাবি করেছেন ম্যাথু স্যামুয়েল।
আরও পড়ুন- ভিডিও বিকৃত নয়, নারদকাণ্ডে সিবিআই তদন্তের রায় কলকাতা হাইকোর্টের
নারদকাণ্ডে সামনে আসা ভিডিও বিকৃত নয়। গত শুক্রবারই একথা জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে নারদকাণ্ডে CBI তদন্তের রায় দেন বিচারপতি নিশীথা মাত্রে। রাজ্যসরকার এবং পুলিসের গড়িমসি মনোভাবকেও তীব্র ভর্ৎসনা করেন তিনি। পাশাপাশি বিচারপতির নির্দেশ, ৭২ ঘণ্টার মধ্যেই শুরু করতে হবে নারদকাণ্ডের তদন্ত।