সকালেই সন্ধিপুজো, তাই সাতসকালে মহাষ্টমীর অঞ্জলি সেরে ঠাকুর দেখতে মানুষের ঢল রাস্তায়

আজ মহাষ্টমী। সাতসকালে সকলেই মণ্ডপে মণ্ডপে হাজির হন অঞ্জলি দিতে। এবার সকালেই সন্ধিপুজো। তাই ভোর থেকেই অষ্টমীর অঞ্জলি শুরু হয়ে যায়।

Updated By: Oct 2, 2014, 10:20 AM IST
সকালেই সন্ধিপুজো, তাই সাতসকালে মহাষ্টমীর অঞ্জলি সেরে ঠাকুর দেখতে মানুষের ঢল রাস্তায়

ওয়েব ডেস্ক: আজ মহাষ্টমী। সাতসকালে সকলেই মণ্ডপে মণ্ডপে হাজির হন অঞ্জলি দিতে। এবার সকালেই সন্ধিপুজো। তাই ভোর থেকেই অষ্টমীর অঞ্জলি শুরু হয়ে যায়।

তবে অনেকে সাতসকালে অঞ্জলি দিতে পারলেও, অনেকেই পারেননি। তাতে কি? বেলা পর্যন্ত অঞ্জলি দেওয়ার ব্যবস্থা রেখেছেন অনেক পুজো উদ্যোক্তাই। আর সন্ধ্যার ভিড় এড়াতে অষ্টমীর অঞ্জলি শেষে সকাল সকাল বহু মানুষ বেড়িয়ে পড়েছেন প্রতিমা দর্শনে। এ মণ্ডপ থেকে অন্য মণ্ডপে। প্রথা মেনে আজ বেলুড় মঠে কুমারি পুজোর আয়োজন করা হয়েছে। মালিনী রূপে কুমারিকে পুজো করা হয় এ দিন।

সন্ধিপুজোর শেষেই পড়ে যাবে নবমী। আর নবমী মানেই পুজো শেষের বাজনা। আর মাত্র একটা সন্ধে, একটা দিন হাতে। তাই অঞ্জলি সেরেই সকলে বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। বেলা গড়াতেই ভিড় উপচে পড়বে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা।

.