সারদারকাণ্ডে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ মানছে না সরকার: অসীম

সারদা কাণ্ডে ক্ষতিপূরণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। তাঁর অভিযোগ, হাইকোর্টের নির্দেশে সম্পত্তি ক্রোক করে টাকা ফেরতের কথা বলা হয়েছে। কিন্তু, সারদার সম্পত্তি ক্রোক না করে কিসের ভিত্তিতে সরকার ক্ষতিগ্রস্তদের অনুদান দিচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন অর্থমন্ত্রী। একইসঙ্গে, সারদাকাণ্ডে সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। 

Updated By: Oct 6, 2013, 06:22 PM IST

সারদা কাণ্ডে ক্ষতিপূরণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। তাঁর অভিযোগ, হাইকোর্টের নির্দেশে সম্পত্তি ক্রোক করে টাকা ফেরতের কথা বলা হয়েছে। কিন্তু, সারদার সম্পত্তি ক্রোক না করে কিসের ভিত্তিতে সরকার ক্ষতিগ্রস্তদের অনুদান দিচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন অর্থমন্ত্রী। একইসঙ্গে, সারদাকাণ্ডে সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। 
বাম আমলের কেন্দ্রীয় ঋণের বোঝা নিয়ে প্রায় সরব হন মুখ্যমন্ত্রী। এবার এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন অসীম বাবু। তাঁর দাবি, কেন্দ্রের রাজ্য বিরোধী নীতির জন্যই ঋণের বোঝা বেড়েছে রাজ্য সরকারের ওপর। সে সব নীতি প্রণয়নের সময় কেন্দ্রের দোসর ছিল তৃণমূল কংগ্রেস। তাই এর দায় অস্বীকার করতে পারেন না মুখ্যমন্ত্রী। এমনটাই জানিয়েছেন এই বাম নেতা।

.