বুধবার রাতে তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনায় উত্তপ্ত সূর্য সেন স্ট্রিট

তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কলকাতার সূর্যসেন স্ট্রিট। অভিযোগ, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ ৪২/এ সূর্যসেন স্ট্রিটের বাসিন্দা তৃণমূল নেতা দেবাশিষ চ্যাটার্জির বাড়িতে হামলা চালায় প্রায় তিরিশ জনের দুষ্কৃতী দল। ভাঙচুর করা হয় বাড়ির দরজা জানালা। দেবাশিস বাবুর অভিযোগ, তৃণমূল যোগ দেওয়াতেই পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে তাঁর ওপর।

Updated By: Nov 28, 2013, 09:06 AM IST

তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কলকাতার সূর্যসেন স্ট্রিট। অভিযোগ, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ ৪২/এ সূর্যসেন স্ট্রিটের বাসিন্দা তৃণমূল নেতা দেবাশিষ চ্যাটার্জির বাড়িতে হামলা চালায় প্রায় তিরিশ জনের দুষ্কৃতী দল। ভাঙচুর করা হয় বাড়ির দরজা জানালা। দেবাশিস বাবুর অভিযোগ, তৃণমূল যোগ দেওয়াতেই পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে তাঁর ওপর।

বুধবার রাতে বাড়িতে ঘুমোচ্ছিলেন দেবাশিষ বাবু ও তাঁর স্ত্রী। অভিযোগ রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ তিরিশ জনের একটি দুষ্কৃতী দল হানা দেয় ওই এলাকায়। এরপরই দরজা জানালা ভেঙে দেবাশিস বাবুর বাড়িতে ঢোকার চেষ্টা করে তারা। এমনকি তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ।

কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন দেবাশিষ চ্যাটার্জি। অভিযোগ, এই দলত্যাগের কারণেই ঘটেছে হামলার ঘটনা।
 
ঘটনায় পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে দেবাশিস বাবুর পরিবার।
 
পুরো বিষয়টিই জানিয়ে ইতিমধ্যেই মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন দেবাশিষ চ্যাটার্জি।
 

.