Babita Sarkar, SSC Scam: মন্ত্রীকন্যা অঙ্কিতার ফেরানো বেতনের প্রায় ৮ লাখ টাকা পেলেন ববিতা

Babita Sarkar, SSC Scam: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অঙ্কিতার চাকরি বাতিলের। পাশাপাশি ৪৩ মাস ধরে পাওয়া বেতনও দু'কিস্তিতে ফেরত দেওয়ার নির্দেশ দেন তিনি। 

Updated By: Jul 28, 2022, 06:59 PM IST
Babita Sarkar, SSC Scam: মন্ত্রীকন্যা অঙ্কিতার ফেরানো বেতনের প্রায় ৮ লাখ টাকা পেলেন ববিতা
ফাইল ছবি

অর্ণবাংশু নিয়োগী: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারি এবং একের পর এক ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনায় রাজ্য-রাজনীতি যখন তোলপাড়, তখনই মন্ত্রীকন্যার ফেরানো বেতনের প্রথম কিস্তির টাকা হাতে পেলেন মামলাকারী ববিতা সরকার। হাইকোর্টের নির্দেশেই মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর ফেরানো বেতনের প্রথম কিস্তির টাকা পেলেন ববিতা। ১,৮৭৭ টাকা সুদ সহ মোট ৭ লাখ ৯৮ হাজার ২৯৯ টাকা পেলেন ববিতা। ইতিমধ্য়েই দ্বিতীয় কিস্তিরও প্রায় ৭ লাখ টাকা হাইকোর্টে জমা দিয়েছেন মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারী। সেই দ্বিতীয় কিস্তির টাকা নিয়েও দ্রুত সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট। জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, ২ কিস্তিতে বেতনের সব টাকা ফেরানোর জন্য মন্ত্রীকন্যাকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ইতিমধ্যেই শিক্ষিকা হিসেবে কাজে যোগ দিয়েছেন শিলিগুড়ির ববিতা সরকার। হাইকোর্টের নির্দেশে নিয়োগপত্র পাওয়ার পরই শিক্ষিকা হিসেবে কোচবিহারের মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে যোগ দেন ববিতা। এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে তাঁর দায়ের করা মামলা-ই আদালতে টেনে আনে মন্ত্রী পরেশ অধিকারীকে। মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে। এই অভিযোগেই আদালতের দ্বারস্থ হন ববিতা। ২০১৬ সালে যখন SLST-র মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল SSC, তখন পরীক্ষায় বসেছিলেন ববিতা। এমনকি, ওয়েস্টিং লিস্টে প্রথম ২০-তেই  নাম ছিল তাঁর। অথচ তখন চাকরি পাননি ববিতা!

কেন? দ্বিতীয়বার ফের তালিকা (Waiting List) প্রকাশ করে SSC। শুধু তাই নয়, সেই তালিকায় আবার একেবারে শীর্ষে ছিল মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার নাম। এমনকী, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক পদে চাকরিও পান তিনি। আর ববিতা চলে যান ওয়েটিং লিস্টে ২১ নম্বরে। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ববিতা। সেই মামলাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অঙ্কিতার চাকরি বাতিলের। পাশাপাশি ৪৩ মাস ধরে পাওয়া বেতনও দু'কিস্তিতে ফেরত দেওয়ার নির্দেশ দেন তিনি। হাইকোর্টের নির্দেশের পরই, অঙ্কিতা প্রথম কিস্তির টাকা জমা করেন ৭ জুন। মেধাতালিকার বাইরে থেকেও নিয়োগের ঘটনায় চাকরি গিয়েছে মন্ত্রীকন্যা অঙ্কিতার। তাঁর জায়গায় চাকরিতে যোগ দিয়েছেন যোগ্য প্রার্থী ববিতা সরকার।

আরও পড়ুন, Partha Chatterjee Sacked, Mamata Banerjee: একজনকে সরিয়ে দিলাম! পার্থর নাম মুখেও আনলেন না ক্ষুব্ধ মমতা

Abhishek Banerjee, Bengal SSC Scam News: সইদুলকে ফোন, এসএসসি আন্দোলনকারী নেতার সঙ্গে কথা অভিষেকের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.