বাগুইআটির খুনে নয় মোড়, তদন্ত জোর পুলিসের

ন হওয়ার আগের রাতে অভিজিৎ নামে এক বন্ধুর বাড়ি থাকার কথা বাবাকে ফোন করে জানিয়েছিল রাজা। 

Updated By: Dec 11, 2019, 03:03 PM IST
বাগুইআটির খুনে নয় মোড়, তদন্ত জোর পুলিসের

নিজস্ব প্রতিবেদন: বাগুইআটির যুবক খুনে নয়া মোড়। খুন হওয়ার আগের রাতে অভিজিৎ নামে এক বন্ধুর বাড়ি থাকার কথা বাবাকে ফোন করে জানিয়েছিল রাজা। যদিও অভিজিতের সঙ্গে সে রাতে কথা বলার পর সন্দেহ হয়েছিল মৃত যুবকের বাবা, তিনি জানিয়েছেন , "ছেলেটির সঙ্গে কথা বলে মনে হয়েছিল ও অভিজিৎ নয়।

পরিবার সূত্রে খবর, এরপরেই ফোন কেটে যায়, পরে ফোন করলে আর ফোনে পাওয়া যায়নি রাজাকে। রাতে কার বাড়িতে ছিল অভিজিৎ তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। পাশাপাশি জানা গিয়েছে, রাজা যেই দুটি গাড়ির ভাড়া খাটত, বেশ কিছুদিন বন্ধ ছিল তা। ফলে রোজগারও ছিল না রাজার। অন্যদিকে বাবা-মার চিকিৎসার জন্য এক ব্যক্তির থেকে টাকা ধার নেয় সে। সব মিলিয়ে পুলিসের অনুমান টাকার সমস্যার কারণেই খুন করা হয়েছে রাজাকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

আরও পড়ুন বাগুইআটিতে যুবককে পিটিয়ে খুন, ঝিলপাড়ে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

বুধবার খাস কলকাতার বাগুইআটির ঝিলপাড়ে  থেকে উদ্ধার করা হয় যুবকের রক্তাক্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে বাড়ি থেকে ১০০ কিমি দূরে পিটিয়ে খুন করা হয়েছে তাঁকে। 

Tags:
.