রথযাত্রায় বোধন যাত্রাশিল্পের, যাত্রা বাঁচাতে পুজো দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস

যাত্রাকে বাঁচাতে পুজো দিলেন মন্ত্রী। প্রতিবছর রথের দিন থেকে শুরু হয় যাত্রার বায়না। সেই উপলক্ষ্যে আজ বাগবাজারের যাত্রামঞ্চে পুজো দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। একইসঙ্গে যাত্রা দর্পণ নামে একটি বইয়েরও উদ্বোধন করেন তিনি। রবিবার সকাল সকালই বাগবাজারের যাত্রামঞ্চে হাজির মন্ত্রী অরূপ বিশ্বাস।

Updated By: Jun 29, 2014, 06:41 PM IST

যাত্রাকে বাঁচাতে পুজো দিলেন মন্ত্রী। প্রতিবছর রথের দিন থেকে শুরু হয় যাত্রার বায়না। সেই উপলক্ষ্যে আজ বাগবাজারের যাত্রামঞ্চে পুজো দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। একইসঙ্গে যাত্রা দর্পণ নামে একটি বইয়েরও উদ্বোধন করেন তিনি। রবিবার সকাল সকালই বাগবাজারের যাত্রামঞ্চে হাজির মন্ত্রী অরূপ বিশ্বাস।

তথ্য বলছে যাত্রাশিল্পের বাজার মন্দা। যাত্রাশিল্পকে বাঁচাতে তাই পুজো দিলেন মন্ত্রী। যাত্রাশিল্পীদের জন্য রথের দিনটা বরাবরই স্পেশ্যাল। কারণ, এদিন থেকেই শুরু হয় যাত্রার বায়না। যাত্রাশিল্প ও এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের বাঁচাতে নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগও। একইসঙ্গে চিত্‍পুরে বিভিন্ন যাত্রা কোম্পানিতে ঘুরে ঘুরে বায়না করার ঝক্কি কমাতে প্রকাশিত হল যাত্রাদর্পণ। ওই বই দেখেই মিলবে যাত্রা কোম্পানিগুলি সম্পর্কে যাবতীয় তথ্য। দেওয়া থাকবে প্রযোজক ও শিল্পীদের ফোন নম্বর। যাত্রাশিল্প প্রসারে বিধায়কদের হাতেও তুলে দেওয়া হবে এই বই। বই দেখেই যাত্রার বায়না করতে পারবেন আয়োজকেরা।

.