ত্রিফলার ফিউজ বক্সে হাত লেগে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত বালক
ত্রিফলা ল্যাম্পপোস্টে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রমেশ বেঙ্গানির মৃত্যু তুলে দিয়েছে অনেকগুলো প্রশ্ন। ত্রিফলা বাতিতে রাস্তাঘাট হয়ত আলোর মালায় সাজানো হয়েছে। কিন্তু নিরাপত্তার এমন ফাঁকফোকর কেন? কেন বাতিস্তম্ভে খোলা অবস্থায় থাকবে ফিউজ বক্স? জলে ঢোবা রাস্তায় হোঁচট খেয়ে পড়তে পড়তে যদি ভুলেও ওই বাতিস্তম্ভ ধরে ফেলেন, ব্যস। আপনারও পরিণতি হতে পারে রমেশের মতোই। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা ঘুরে ২৪ ঘণ্টার বিশেষ প্রতিবেদন।
ওয়েব ডেস্ক: ত্রিফলা ল্যাম্পপোস্টে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রমেশ বেঙ্গানির মৃত্যু তুলে দিয়েছে অনেকগুলো প্রশ্ন। ত্রিফলা বাতিতে রাস্তাঘাট হয়ত আলোর মালায় সাজানো হয়েছে। কিন্তু নিরাপত্তার এমন ফাঁকফোকর কেন? কেন বাতিস্তম্ভে খোলা অবস্থায় থাকবে ফিউজ বক্স? জলে ঢোবা রাস্তায় হোঁচট খেয়ে পড়তে পড়তে যদি ভুলেও ওই বাতিস্তম্ভ ধরে ফেলেন, ব্যস। আপনারও পরিণতি হতে পারে রমেশের মতোই। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা ঘুরে ২৪ ঘণ্টার বিশেষ প্রতিবেদন।
আরও পড়ুন নির্দিষ্ট গন্তব্যের আগেই যাত্রীকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওলাচালকের বিরুদ্ধে
প্রসঙ্গত, বৃষ্টিতে প্রাণ গেল এক বালকের। ভবানীপুরের রমেশ মিত্র রোডের ঘটনা। মারা গেছে ১০ বছরের রমেশ বেঙ্গানি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হাঁটু জলে পা পিছলে যায় রমেশের। ব্যালান্স রাখতে একটি ত্রিফলা ল্যাম্পপোস্ট ছুঁয়ে ফেলে সে। ত্রিফলার ফিউজ বক্সে হাত লেগেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায় রমেশ।