Calcutta High Court: শিক্ষার পর এবার দমকলে 'দুর্নীতি', প্রায় ১৫০০ পদে নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

শিক্ষার পর এবার দমকলের নিয়োগেও দুর্নীতির অভিযোগ। দমকল বিভাগে প্রায় দেড় হাজার পদে নিয়োগের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী মঙ্গলবার পর্যন্ত স্থগিতাদেশের নির্দেশ।

Updated By: Jul 4, 2022, 04:29 PM IST
Calcutta High Court: শিক্ষার পর এবার দমকলে 'দুর্নীতি', প্রায় ১৫০০ পদে নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের
প্রতীকী ছবি

অর্ণবাংশু নিয়োগী: শিক্ষার পর এবার দমকলের নিয়োগেও দুর্নীতির অভিযোগ। দমকল বিভাগে প্রায় দেড় হাজার পদে নিয়োগের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী মঙ্গলবার পর্যন্ত স্থগিতাদেশের নির্দেশ।

জানা গিয়েছে, দমকল বিভাগে প্রায় দেড় হাজার পদে অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। ২০১৮ সালে লেখা পরীক্ষা হয়। মামলাকারীদের অভিযোগ, দুটি প্রশ্ন ভুল ছিল। এমনকী, যদি দু'জন প্রার্থী একই নম্বর পায়, তাহলেও যিনি মৌখিক পরীক্ষায় নম্বর বেশি পেয়েছে, তাঁকে চাকরি দেওয়া হচ্ছে। 

এছাড়া রিসার্ভেশন ভায়োলেট করার, স্পোর্টস ম্যানের শংসাপত্র না থেকেও কোটায় চাকরি পাওয়ার মতো অভিযোগ রয়েছে। পার্সোনালিটি টেস্টে যাঁর নম্বর বেশি, তিনি চাকরি পাবেন। মেরিট লিস্ট প্রকাশের পর এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল পিএসসি। যা আইনের চোখে সন্দেহজনক

এর আগে দমকলের নিয়োগ নিয়ে স্যাটে মামলা হয়েছিল। সেখানে আবেদন খারিজ হয়ে যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা করেন পরীক্ষার্থীরা। সেই মামলাতেই মঙ্গলবার পর্যন্ত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। 

আরও পড়ুন: Kolkata: জিনিস কিনছিলেন ক্রেতা, মাথায় ভেঙে পড়ল পুরবাজারের সিলিং!

আরও পড়ুন:  Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে ধৃত হাসনাবাদের যুবক, তোলা হল আলিপুর আদালতে

আরও পড়ুন: Medicine Price Cut: একলাফে অনেকটা সস্তা হচ্ছে সুগারের ওষুধ, কমছে রক্তচাপ সহ ৮৪ জরুরি ওষুধের দাম

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.