আজই শঙ্কুদেব পণ্ডাকে কড়া ভাষায় নোটিস জারির সিদ্ধান্ত নিয়েছে ক্ষুব্ধ সিবিআই

সারদা তদন্তে এবার CBI-এর নোটিস পাচ্ছেন তৃণমূল নেতা শঙ্কুদেব পণ্ডা। সিবিআই সূত্রের খবর, আজই তাঁকে নোটিস পাঠানো হবে। সিজিও কমপ্লেক্স থেকে একাধিকবার ফোন গেছে শঙ্কুদেব পণ্ডার কাছে। কিন্তু এড়িয়ে গেছেন তিনি। গত শুক্রবার সকাল এগারোটায় ছিল চরম সময়সীমা। তার দু-দিন আগে থেকে বারবার জানানো হয়েছিল তৃণমূলের প্রাক্তন এই ছাত্র নেতাকে। কিন্তু শঙ্কু তবু অ্যাবসেন্ট। এর পরেও অনেকবার সিবিআই কর্তারা ফোন করেছেন তাঁকে। কিন্তু ফোনও ধরেননি তিনি। এবার তাই কড়া ভাষায় নোটিস জারির সিদ্ধান্ত নিয়েছে ক্ষুব্ধ সিবিআই।

Updated By: Nov 30, 2015, 12:05 PM IST
আজই শঙ্কুদেব পণ্ডাকে কড়া ভাষায় নোটিস জারির সিদ্ধান্ত নিয়েছে ক্ষুব্ধ সিবিআই

ওয়েব ডেস্ক: সারদা তদন্তে এবার CBI-এর নোটিস পাচ্ছেন তৃণমূল নেতা শঙ্কুদেব পণ্ডা। সিবিআই সূত্রের খবর, আজই তাঁকে নোটিস পাঠানো হবে। সিজিও কমপ্লেক্স থেকে একাধিকবার ফোন গেছে শঙ্কুদেব পণ্ডার কাছে। কিন্তু এড়িয়ে গেছেন তিনি। গত শুক্রবার সকাল এগারোটায় ছিল চরম সময়সীমা। তার দু-দিন আগে থেকে বারবার জানানো হয়েছিল তৃণমূলের প্রাক্তন এই ছাত্র নেতাকে। কিন্তু শঙ্কু তবু অ্যাবসেন্ট। এর পরেও অনেকবার সিবিআই কর্তারা ফোন করেছেন তাঁকে। কিন্তু ফোনও ধরেননি তিনি। এবার তাই কড়া ভাষায় নোটিস জারির সিদ্ধান্ত নিয়েছে ক্ষুব্ধ সিবিআই।
এবার দেখার সিবিআই-এর কড়া ভাষার নোটিস পাওয়ার পর তৃণমূল নেতা শঙ্কুদেব পণ্ডা কী করেন।

.