মধ্যমগ্রামকাণ্ডে চাপ বাড়ল রাজ্য সরকারের, রাজ্যের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক

মধ্যমগ্রামকাণ্ডে চাপ বাড়ল রাজ্য সরকারের। এবার মধ্যমগ্রামকাণ্ড নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবারই এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি। গতকাল দোলতলা পুলিস লাইনে গিয়ে মধ্যমগ্রামকাণ্ড নিয়ে বৈঠক করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিসের ডিজি।

Updated By: Jan 12, 2014, 05:40 PM IST

মধ্যমগ্রামকাণ্ডে চাপ বাড়ল রাজ্য সরকারের। এবার মধ্যমগ্রামকাণ্ড নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবারই এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি। গতকাল দোলতলা পুলিস লাইনে গিয়ে মধ্যমগ্রামকাণ্ড নিয়ে বৈঠক করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিসের ডিজি।

মধ্যমগ্রামকাণ্ড নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনে চিঠি দিয়েছে এপিডিআর। চিঠি পাওয়ার পরই জাতীয় মানবাধিকার কমিশনের তরফে বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। সে কারণেই মধ্যমগ্রাম গণধর্ষণকাণ্ডে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে শনিবারই রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে চিঠি দেওয়া হয়েছে।

শনিবার মধ্যমগ্রামের দোলতলায় উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিস লাইনে বৈঠক করলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিসের ডিজি জিএমপি রেড্ডি। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক ও জেলা পুলিস সুপার। উত্তর চব্বিশ পরগনায় কামদুনি থেকে শুরু করে হাবরা, বীরা এবং মধ্যমগ্রামের ঘটনা অস্বস্তিতে ফেলেছে রাজ্য সরকারকে। অভিযুক্তরা গ্রেফতার হওয়ার পরও সমস্যা মেটেনি। এর কারণ অনুসন্ধান করা হয়েছে শনিবারের বৈঠকে। উঠে এসেছে সমণ্বয়ের অভাব। পুলিস, হেল্পলাইন, আদালত, প্রশাসনের মধ্যে সমণ্বয় সাধন করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নারী নির্যাতন রুখতে জেলাশাসককে পাইলট প্রজেক্ট তৈরির নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রসচিব।

মধ্যমগ্রামকাণ্ডে নির্যাতিতার পরিবার বারবারই রাজ্য সরকার ও পুলিসকে কাঠগড়ায় তুলেছে। পুলিসের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ পরিবার নালিশ জানিয়ে এসেছে রাষ্ট্রপতি থেকে জাতীয় মহিলা কমিশনে। সিবিআই তদন্তের দাবি করেছে পরিবার। মধ্যমগ্রামকাণ্ড নিয়ে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল থেকে বিশিষ্টজনেরা। এমনকি ট্যাক্সি চালক পরিবার বিহারের বাসিন্দা হওয়ায় তাঁদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে সে রাজ্যের নীতীশ কুমার সরকার।

এই তালিকায় সর্বশেষ সংযোজন হাইকোর্ট। মধ্যমগ্রামকাণ্ডে সিবিআই তদন্ত নয় কেন, তা নিয়ে বৃহস্পতিবারই রাজ্যকে জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। চাপ খানিকটা বেড়েছে শনিবার কেন্দ্রের চিঠিতেও। একের পর এক চাপ সামলাতেই শেষ পর্যন্ত কী উদ্যোগী হল রাজ্য? দোলতলা পুলিস লাইনে ছুটে গিয়ে রাজ্য পুলিস ও প্রশাসনের দুই শীর্ষ কর্তার বৈঠকের পর অন্তত সে কথায় বলছে ওয়াকিবহাল মহল।

.