আন্দামানে আটকে পড়া পর্যটকদের ফেরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী

আন্দামানে আটকে পড়া পর্যটকদের ফেরাতে  মুখ্যমন্ত্রীর উদ্যোগ। হ্যাভলকে আটকে থাকা ১৪০০ বাঙালির মধ্যে  উদ্ধার করা সম্ভব হয়েছে ১৩৬০জনকে। নীল আইল্যান্ডেও ছিলেন ৪০০ বাঙালি । ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ১৯৪ জনকে। বাকিরা আগামিকালের মধ্যে পৌঁছে যাবেন পোর্টব্লেয়ারে। সকলের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

Updated By: Dec 9, 2016, 08:31 PM IST
আন্দামানে আটকে পড়া পর্যটকদের ফেরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : আন্দামানে আটকে পড়া পর্যটকদের ফেরাতে  মুখ্যমন্ত্রীর উদ্যোগ। হ্যাভলকে আটকে থাকা ১৪০০ বাঙালির মধ্যে  উদ্ধার করা সম্ভব হয়েছে ১৩৬০জনকে। নীল আইল্যান্ডেও ছিলেন ৪০০ বাঙালি । ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ১৯৪ জনকে। বাকিরা আগামিকালের মধ্যে পৌঁছে যাবেন পোর্টব্লেয়ারে। সকলের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

আবহাওয়ার উন্নতি হওয়ায় আজ সকাল থেকেই জোরকদমে শুরু হয় আন্দামানে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজ। আজই হ্যাভলক আইল্যান্ডে নামে বায়ুসেনার ৩টি চপার। অন্যদিকে পোর্ট ব্লেয়ার থেকে যায় নৌবাহিনীর ৬টি এবং উপকূলরক্ষী বাহিনীর ২টি জাহাজ। গত কয়েকদিনের গভীর নিম্নচাপের জেরে তুমুল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামান।

আরও পড়ুন, DGCA-র তদন্তে ফাঁস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাটের আসল সত্যি!

.