'জাকির হোসেন ভালো আছেন,' হাসপাতালে মন্ত্রীকে দেখে জানালেন CM Mamata

রাজ্যের মন্ত্রীকে দেখতে হাসপাতালে মমতা। 

Updated By: Feb 22, 2021, 07:05 PM IST
'জাকির হোসেন ভালো আছেন,' হাসপাতালে মন্ত্রীকে দেখে জানালেন CM Mamata

নিজস্ব প্রতিবেদন: নিমতিতা স্টেশনে বিস্ফোরণে জখম রাজ্যের মন্ত্রী জাকির হোসেনকে দেখতে এসএসকেএম গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন,'জাকির হোসেন (Zakir Hossain) ভালো আছেন। উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে তাঁকে। ডাক্তারদের ধন্যবাদ।'

জাকির হোসেনের (Zakir Hossain) সঙ্গে থাকা বেশ কয়েকজন হাত-পা খুইয়েছেন। তাঁদের সরকারের তরফে কৃত্রিম অঙ্গের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী  (Mamata Banerjee)। তিনি বলেন,'জাকির ভালো আছেন। মুখ-চোখ ফুলে রয়েছে। দু'টো অপারেশন হয়ে গিয়েছে জাকিরের। তবে কোভিড পরিস্থিতিতে রোগীর কাছে যাওয়া উচিত নয়।'

১৭ ফেব্রুয়ারি কলকাতার আসার জন্য নিমতিতা স্টেশনে গিয়েছিলেন জাকির হোসেন। সেখানে তীব্র বিস্ফোরণে গুরুতর জখম হন তিনি। আহত হন অনেকে। রাতে তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এডিজি সিআইডি অনুজ শর্মার নেতৃত্বে তদন্ত শুরু করেছে বিশেষ তদন্তকারী দল।

আরও পড়ুন- 'বাংলার মেয়ে' Mamata -কে বিঁধতে PM Modi-র মুখে 'বঙ্গাল কি বেটি' 

.