হাইকোর্টের জোড়া ফল রায়- কলেজ সার্ভিসে ফল প্রকাশে স্থগিতাদেশ, শর্তসাপেক্ষে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় ফলপ্রকাশ করতে পারবে রাজ্য
কলেজ সার্ভিস কমিশনের ফল প্রকাশের উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আদালতে জমা থাকবে পরীক্ষার ফল। ফল প্রকাশে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। এই নির্দেশ দিলেন বিচারপতি অনিরুদ্ধ বোস। আজ থেকেই ফলপ্রকাশের কথা ছিল কলেজ সার্ভিস কমিশনের। সেই ফলপ্রকাশে স্থগিতাদেশ দিল আদালত।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রায় একই সময়ে দুটো নিয়োগ পরীক্ষা সংক্রান্ত রায় দিল।
কলেজ সার্ভিস কমিশনের ফল প্রকাশের উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আদালতে জমা থাকবে পরীক্ষার ফল। ফল প্রকাশে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। এই নির্দেশ দিলেন বিচারপতি অনিরুদ্ধ বোস। আজ থেকেই ফলপ্রকাশের কথা ছিল কলেজ সার্ভিস কমিশনের। সেই ফলপ্রকাশে স্থগিতাদেশ দিল আদালত।
অন্যদিকে, শর্তসাপেক্ষে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ করতে পারবে রাজ্য সরকার, এমন কথাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট৷ আদালত জানিয়েছে, মামলার ফলাফলের ওপর নিয়োগের ভবিষ্যত নির্ভর করবে৷ নিয়োগের সময়েই সরকারকে চাকরিপ্রার্থীদের তা জানিয়েও দিতে হবে৷ গত ৩১ মার্চ নেওয়া হয় টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট৷ ৩৪ হাজার শূন্যপদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৫৫ লক্ষ৷