কেন্দ্রীয় নির্দেশিকার পর নিউটাউনের হজ হাউসে শুরু হচ্ছে অস্থায়ী হাসপাতাল

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। 

Updated By: Apr 29, 2021, 05:48 PM IST
কেন্দ্রীয় নির্দেশিকার পর  নিউটাউনের হজ হাউসে শুরু হচ্ছে অস্থায়ী হাসপাতাল

নিজস্ব প্রতিবেদন: করোনা-কালে রাজ্যের হজ হাউসগুলিকে অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহারের জন্য নির্দেশিকা পাঠিয়েছিল কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। সেই মতো নিউটাউনের হজ হাউসে ৩০০ শয্যার হাসপাতাল খুলছে চার্ণক হাসপাতাল (Charnock Hospital)। 

করোনার দ্বিতীয় ঢেউয়ে কলকাতা ও সংলগ্ন এলাকায় হাসপাতালে শয্যা মিলছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নিউটাউনের হজহাউসে (Haj House) ৩০০ শয্য়ার অস্থায়ী হাসপাতাল করতে সম্মত হয়েছে চার্ণক হাসপাতাল (Charnock Hospital)। ১ মে থেকে শুরু হচ্ছে পরিষেবা। 

রোগীর চাপ সামলাতে হজ হাউসের পরিকাঠামো ব্যবহার করতে চাইছে কেন্দ্র। হজ হাউসগুলিতে অস্থায়ী কোভিড কেয়ার সেন্টার করা যায় কিনা, তা পর্যালোচনা করে দেখার জন্য রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠান কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি।  

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। মোট মৃতের সংখ্যা ২,০৪,৮১২।   

আরও পড়ুন- করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ তো বটেই, সুপার স্প্রেডার PM Modi: IMA-র সহ-সভাপতি

.