চার দশক পর মতাদর্শগত দলিল প্রকাশের পথে সিপিআইএম

চার দশক পর প্রথমবার নিজেদের মতাদর্শগত অবস্থান ঠিক করতে মানুষের মতামত নিতে চলেছে সিপিআইএম। কলকাতায় কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরই নতুন মতাদর্শগত খসড়া দলিলটি জনসমক্ষে আনা হবে। খসড়াটি প্রকাশিত হবে সিপিআইএমের দলীয় ওয়েবসাইটে।

Updated By: Jan 16, 2012, 10:15 PM IST

চার দশক পর প্রথমবার নিজেদের মতাদর্শগত অবস্থান ঠিক করতে মানুষের মতামত নিতে চলেছে সিপিআইএম। কলকাতায় কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরই নতুন মতাদর্শগত খসড়া দলিলটি জনসমক্ষে আনা হবে। খসড়াটি প্রকাশিত হবে সিপিআইএমের দলীয় ওয়েবসাইটে। মতাদর্শের প্রশ্নে সিপিআইএমের অবস্থান কী হওয়া উচিত তা নিয়ে এবার মতামত জানাতে পারবেন ইচ্ছুক সাধারণ মানুষ। নির্বাচনী বিপর্যয়ের পর মতাদর্শ গত অবস্থান ঠিক করতে এবারে দলীয় চৌহদ্দির বাইরে বেরিয়ে আসতে চলেছে সিপিআইএম। দলের মতাদর্শগত দলিল চূড়ান্ত করার আগে আগ্রহী সব মানুষের মতামত নিতে চায় দলীয় নেতৃত্ব। আর সেই কারণেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হচ্ছে সিপিআইএমের চারদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক। ওই বৈঠকের পরই দলের সমস্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে নতুন খসড়া দলিল। খসড়াটি পড়ে নিজের মত জানাতে পারেন আগ্রহী যে কেউ। দলিল চূড়ান্ত করার আগে সাধারণ মানুষের পরামর্শ নিতে আগ্রহী সিপিআইএম শীর্ষ নেতৃত্ব। একমাসেরও বেশি সময় খসড়াটি ওয়েবসাইটে থাকবে। এরপর সাধরণ মানুষের পরামর্শ নিয়ে ফের বৈঠকে বসবে দল। তারপরই এপ্রিল মাসে পার্টি কংগ্রেসে মতাদর্শগত দলিলের খসড়াটি চূড়ান্ত করবে সিপিআইএম। ১৯৬৮ সালে প্রথম মতাদর্শগত দলিল তৈরি করে সিপিআইএম। সেই সময় সাধারণ মানুষের মতও জানতে চেয়েছিল দল। তার ৪৪ বছর পর এবারে ফের মূল মতাদর্শগত প্রশ্নে মানুষ দরবারে যাচ্ছে সিপিআইএম।

.