নিরাপত্তার অভাবে প্রাণ হাতে করে যাতায়াত করছেন নিত্যযাত্রীরা

কোথাও বেহাল রাস্তা। কোথাও বেপরোয়া যান চলাচল। নিরাপত্তার অভাবে প্রাণ হাতে করে যাতায়াত করছেন নিত্যযাত্রীরা। উনিশে অগাস্ট রুবি মোড়ের কাছে বাঁক নিতে গিয়ে বসে যায় স্কুল বাসের চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতে পারত স্কুলবাসটি। কান ঘেষে বাঁচে বারোজন পড়ুয়া। ওই দুর্ঘটনায় সামনে আসে বর্ষায় বেহাল বাইপাসের ছবি।সায়েন্স সিটি, পঞ্চান্ন গ্রাম, রুবি মোড়, স্প্রিং ক্লাম মোড় সর্বত্রই রাস্তা খানাখন্দে ভরা। সারাবে কে? দায় ঠেলার কম্পিটিশন মেট্রো কর্তৃপক্ষ ও পূর্ত দফতরের মধ্যে।

Updated By: Aug 22, 2016, 12:43 PM IST
 নিরাপত্তার অভাবে প্রাণ হাতে করে যাতায়াত করছেন নিত্যযাত্রীরা

ওয়েব ডেস্ক: কোথাও বেহাল রাস্তা। কোথাও বেপরোয়া যান চলাচল। নিরাপত্তার অভাবে প্রাণ হাতে করে যাতায়াত করছেন নিত্যযাত্রীরা। উনিশে অগাস্ট রুবি মোড়ের কাছে বাঁক নিতে গিয়ে বসে যায় স্কুল বাসের চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতে পারত স্কুলবাসটি। কান ঘেষে বাঁচে বারোজন পড়ুয়া। ওই দুর্ঘটনায় সামনে আসে বর্ষায় বেহাল বাইপাসের ছবি।সায়েন্স সিটি, পঞ্চান্ন গ্রাম, রুবি মোড়, স্প্রিং ক্লাম মোড় সর্বত্রই রাস্তা খানাখন্দে ভরা। সারাবে কে? দায় ঠেলার কম্পিটিশন মেট্রো কর্তৃপক্ষ ও পূর্ত দফতরের মধ্যে।

আরও পড়ুন অলিম্পিকের জন্যই আজ চোখের কোণে জল চিকচিক

 
নিউটাউনে আজকের দুর্ঘটনার ফের আঙুল উঠেছে প্রশাসনের দিকে। স্কুল টাইমে ব্যস্ত রাস্তায় কী করে ঢুকল লরি? নিয়ম মতো সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত জনবসতি এলাকায় লরি ঢুকতে পারে না। তাহলে কি যান নিয়ন্ত্রণে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না প্রশাসন?

আরও পড়ুন  ইমতিয়াজ আলির ফিল্মে প্রাগে শুটিং শুরু করলেন শাহরুখ খান

.