গড়িয়ার মেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্র

গড়িয়ার মেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ  ইঞ্জিনিয়ারিং ছাত্র। গড়িয়ার শ্রীনগরের এক মেসে আরও সাতজনের সঙ্গে থাকতেন সৌম্যদীপ মাহাত। ঝাড়গ্রামের রঘুনাথপুর থেকে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে আসেন তিনি।  গত রাতে অন্য বন্ধুরা বাইরে খেতে গেলেও সৌম্যদীপ যাননি। তাঁর পর থেকেই খোঁজ নেই সৌম্যদীপের।

Updated By: Dec 29, 2016, 10:27 AM IST
গড়িয়ার মেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ  ইঞ্জিনিয়ারিং ছাত্র

ওয়েব ডেস্ক : গড়িয়ার মেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ  ইঞ্জিনিয়ারিং ছাত্র। গড়িয়ার শ্রীনগরের এক মেসে আরও সাতজনের সঙ্গে থাকতেন সৌম্যদীপ মাহাত। ঝাড়গ্রামের রঘুনাথপুর থেকে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে আসেন তিনি।  গত রাতে অন্য বন্ধুরা বাইরে খেতে গেলেও সৌম্যদীপ যাননি। তাঁর পর থেকেই খোঁজ নেই সৌম্যদীপের।

মেধাবী ছাত্র ছিলেন সৌম্যদীপ মাহাত। বাড়িতে রয়েছেন মা, বাবা ও দিদি। তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার খবর বাড়িতে পৌছতেই দুশ্চিন্তায় গোটা পরিবার। জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারিং পাস করার পর চাকরি না পাওয়ায়  মানসিক অবসাদে ভুগছিলেন সৌম্যদীপ।

আরও পড়ুন, কনকনে ঠান্ডায় জমজমাট হতে পারে বছরের শেষটা

.