উচ্চ মাধ্যমিকের নম্বরেই এবার যাদবপুরে ভর্তি

উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা।

Updated By: Jul 4, 2018, 06:08 PM IST
উচ্চ মাধ্যমিকের নম্বরেই এবার যাদবপুরে ভর্তি

নিজস্ব প্রতিবেদন:  সরকারের চাপের মুখে ইউটার্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এবছর স্নাতকস্তরে ভর্তির জন্য নেওয়া হবে না প্রবেশিকা পরীক্ষা। উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা। বুধবার কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: বৌদির সঙ্গে স্বামীর উদ্যম যৌনতায় বাধ সেধেছিলেন স্ত্রী! প্রাণ গেল দেড় মাসের শিশুর

দিনকয়েক ধরে যাদবপুরের কলা বিভাগের প্রবেশিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রী বার বার মত প্রকাশ করেছেন, সব বিভাগের ভর্তির জন্য মেধা তালিকাই একমাত্র বিবেচ্য হওয়া উচিত। এবছর কলা বিভাগের প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করে দেয় বিশ্ববিদ্যালয়। কিন্তু, শেষপর্যন্ত ইউ টার্ন। কর্মসমিতির বৈঠকে প্রবেশিকা পরীক্ষা প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সিদ্ধান্ত ঘোষণার পরই উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পড়ুয়ারা। কলেজ ক্যাম্পাসেই ওঠে ‘হায়... হায়...’ স্লোগান।

 

.