বিজেপিতে নাম লেখালেন ফিরহাদের প্রাক্তন আপ্ত সহায়ক

ফিরহাদ হাকিমের 'কনফিডেনশিয়াল অ্যাসিস্ট্যান্ট' ছিলেন অনির্বাণ।

Updated By: Jul 3, 2019, 06:17 PM IST
বিজেপিতে নাম লেখালেন ফিরহাদের প্রাক্তন আপ্ত সহায়ক

নিজস্ব প্রতিবেদন : পুরমন্ত্রীর আপ্ত সহায়ক। ফিরহাদ হাকিমের ডান হাত বলে পরিচিত ছিলেন তিনি। পুরমন্ত্রীর সঙ্গে সর্বক্ষণ দেখা যেত তাঁকে। পুরমন্ত্রীর সমস্ত কাজকর্ম, দিনসূচি তিনি-ই সামলাতেন। ফিরহাদ হাকিমের সেই প্রাক্তন আপ্ত সহায়ক অনির্বাণ চট্টোপাধ্যায় যোগ দিলেন বিজেপিতে। এই যোগদান, শিবির বদলের পিছনে অন্য কোনও অঙ্ক থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

ঘনিষ্ঠ সূত্রে খবর, ফিরহাদ হাকিমের 'কনফিডেনশিয়াল অ্যাসিস্ট্যান্ট' ছিলেন অনির্বাণ। এক মাস আগে সেই পদ ছেড়ে দেন তিনি। ফিরহাদ হাকিমের বহুদিনের সঙ্গীর এভাবে শিবির বদল মোটেই হাল্কাভাবে নিচ্ছেন না রাজনীতির বিশেষজ্ঞরা। আরও জানা যাচ্ছে, ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ বহু তৃণমূল কর্মী-ই ইতিমধ্যেই বিজেপি শিবিরে নাম লিখিয়েছেন।

আরও পড়ুন, ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে আগাম জামিন মঞ্জুর দিলীপ ঘোষের

লোকসভা ভোটের ফল বেরনোর পর মুকুল রায়, দিলীপ ঘোষেরা দাবি করেছিলেন, তৃণমূলের বহু বিধায়ক বিজেপিতে যোগদান করতে যোগাযোগ করেছেন। সেই তালিকায় কে কে রয়েছেন, তা নিয়ে জল্পনা রয়েছেই। এরমধ্যেই ফিরহাদ ঘনিষ্ঠের বিজেপিতে যোগদান নিঃসন্দেহে তাত্পর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহল মহলের।

.