ফরজনাকে খুন করা হয়েছে অভিযোগ পরিবারের

খুন করা হয়েছে ফরজনা আলমকে । এই অভিযোগেই রবিবার কড়েয়া থানায় পিটিশন দাখিল করেছেন ফরজানার পরিবার। ৩০ এপ্রিল তৃণমূল কর্মীরা তাকে মারধর করেছিল বলে অভিযোগ জানিয়েছিলেন ফরজানা আলম। হামলার অভিযোগে সেদিনই  কড়েয়া থানায় এফআইআর দায়ের হয়। এবার  এফআইআরে ৩০২ ধারা, অর্থাত্‍ খুনের অভিযোগ যোগ করার আবেদন জানাতে চলেছেন ফরজানা আলমের পরিবার। এরপরেও যদি পুলিস কোনও ব্যবস্থা না নেয়, তবে সুবিচারের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ফরজানা আলমের দাদা খুরশিদ আলম।

Updated By: May 17, 2015, 11:24 PM IST
ফরজনাকে খুন করা হয়েছে অভিযোগ পরিবারের

ওয়েব ডেস্ক: খুন করা হয়েছে ফরজনা আলমকে । এই অভিযোগেই রবিবার কড়েয়া থানায় পিটিশন দাখিল করেছেন ফরজানার পরিবার। ৩০ এপ্রিল তৃণমূল কর্মীরা তাকে মারধর করেছিল বলে অভিযোগ জানিয়েছিলেন ফরজানা আলম। হামলার অভিযোগে সেদিনই  কড়েয়া থানায় এফআইআর দায়ের হয়। এবার  এফআইআরে ৩০২ ধারা, অর্থাত্‍ খুনের অভিযোগ যোগ করার আবেদন জানাতে চলেছেন ফরজানা আলমের পরিবার। এরপরেও যদি পুলিস কোনও ব্যবস্থা না নেয়, তবে সুবিচারের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ফরজানা আলমের দাদা খুরশিদ আলম।

ফরজনার পরিবারের এই অভিযোগের বিরুদ্ধে মন্তব্য করতে নারাজ তৃণমূল নেতৃত্ব।

 

.