CMRI-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের সুনীল পাত্রের পরিবারের

পা কাটা রোগীকে ফেরানোর ঘটনা। অভিযোগ CMRI-এর বিরুদ্ধে। আজ এ নিয়ে আলিপুর থানায় অভিযোগ দায়ের করল পরিবার। পরিবারের অভিযোগ, চিকিত্‍সা শুরুর আগেই ৫০ হাজার টাকা চাওয়া হয় তাদের কাছে। সামর্থ্য না থাকায় একসঙ্গে ওই টাকা হাসপাতালে জমা দিতে পারেননি সুনীল পাত্রের পরিবার।

Updated By: Mar 19, 2017, 01:26 PM IST
CMRI-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের সুনীল পাত্রের পরিবারের

ওয়েব ডেস্ক : পা কাটা রোগীকে ফেরানোর ঘটনা। অভিযোগ CMRI-এর বিরুদ্ধে। আজ এ নিয়ে আলিপুর থানায় অভিযোগ দায়ের করল পরিবার। পরিবারের অভিযোগ, চিকিত্‍সা শুরুর আগেই ৫০ হাজার টাকা চাওয়া হয় তাদের কাছে। সামর্থ্য না থাকায় একসঙ্গে ওই টাকা হাসপাতালে জমা দিতে পারেননি সুনীল পাত্রের পরিবার।

আরও পড়ুন- ফের ভুল চিকিত্‍সার নজির কলকাতার সরকারি হাসপাতালে, কোনও মতে প্রাণ বাঁচল শিশুর

অভিযোগ, তারা ২৫ হাজার টাকা জমা দিয়ে রোগীকে ভর্তির আর্জি জানান হাসপাতালে। কিন্তু রিসেপশনে সে আর্জি বাতিল হয়ে যায়। অনুরোধ, অনুনয়েই কেটে যায় বেশ খানিকটা সময়। তবুও নিজেদের অবস্থান থেকে নড়ানো যায়নি CMRI-কে। শেষমেষ বাধ্য হয়েই SSKM-এ রোগীকে নিয়ে ছোটেন রোগীর পরিবার। কিন্তু ততক্ষণে পেরিয়ে গেছে গোল্ডেন আওয়ার। SSKM-এ নিয়ে গেলে জোড়া যায়নি পা। CMRI-এর বিরুদ্ধে উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন রোগীর পরিবার।

.