বড়বাজারের গুদামে বিধ্বংসী আগুন, পুড়ে খাক সর্বস্ব
কার্টুনগুলিতে জিন্সের জামা, প্যান্ট, সইটার, বাচ্চাদের খেলনার জিনিস সহ বেশ কিছু সরঞ্জাম ছিল।
নিজস্ব প্রতিবেদন: ফের বড়বাজারের গোডাউনে বিধ্বংসী আগুন। ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
আরও পড়ুন: বালিগঞ্জ পার্ক: স্ত্রী বদল পারিবারিক রেওয়াজ, বউমার বিরুদ্ধেই বিস্ফোরক শ্বশুর
শুক্রবার গভীর রাতে বড়বাজার থানা এলাকার ১০ নম্বর আর্মেনিয়াম স্ট্রিটের একটি কার্টুনের গোডাউনে আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয় পাশের বাড়িও। দমকলের ১০ টি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বালিগঞ্জ পার্কে অভিজাত ব্যবসায়ী পরিবারে ভাসুরকে দিয়ে স্ত্রীকে ‘ধর্ষণ’ স্বামীর!
স্থানীয় বাসিন্দারা জানান, কার্টুনগুলিতে জিন্সের জামা, প্যান্ট, সইটার, বাচ্চাদের খেলনার জিনিস সহ বেশ কিছু সরঞ্জাম ছিল। পুরনো কার্টুনের বাক্স জালিয়ে আগুন পোহাচ্ছিলেন কয়েকজন যুবক। সেখান থেকেই আগুন লেগে যায় বলে অনুমান দমকল কর্মীদের। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু এবং ডিজি ফায়ার জগমোহন।
বড়বাজারের মতো ঘিঞ্জি এলাকায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সচেতন হচ্ছেন না ব্যবসায়ীরা। এবিষয়ে তাঁদের সচেতনতা ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশদিয়েছেন দমকলমন্ত্রী।