ড্যামেজ কন্ট্রোলে শোভনদেবের সাক্ষাতে ফিরহাদ, সুব্রত

শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে অস্বস্তি কাটাতে ড্যামেজ কন্ট্রোলে নামল তৃণমূল। সকালে ফিরহাদ হাকিম ফোন করে ক্ষুব্ধ বিধায়কের মানভঞ্জনের চেষ্টা করেন। একই প্রয়াস চালান সুব্রত মুখোপাধ্যায়। বৈঠকও করেন তাঁর সঙ্গে। শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। নিজের অবস্থানে অনড় থেকে শোভনদেব চট্টোপাধ্যায় ফের জানিয়েছেন, দলের ভিতর সম্মান চান তিনি।

Updated By: Nov 29, 2012, 07:35 PM IST

শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে অস্বস্তি কাটাতে ড্যামেজ কন্ট্রোলে নামল তৃণমূল। সকালে ফিরহাদ হাকিম ফোন করে ক্ষুব্ধ বিধায়কের মানভঞ্জনের চেষ্টা করেন। একই প্রয়াস চালান সুব্রত মুখোপাধ্যায়। বৈঠকও করেন তাঁর সঙ্গে। শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। নিজের অবস্থানে অনড় থেকে শোভনদেব চট্টোপাধ্যায় ফের জানিয়েছেন, দলের ভিতর সম্মান চান তিনি।
ক্ষোভ-বিক্ষোভ সত্ত্বেও প্রতিদিনের মতো বৃহস্পতিবারও দল এবং অন্যান্য কাজকর্ম নিয়েই ব্যস্ত ছিলেন দলের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু ক্ষোভ চাপা ছিল না এদিনও। সেই ক্ষোভের আঁচ ছিল পুরসভা চত্বরেও। শোভনদেব চট্টোপাধ্যায়কে নিগ্রহের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন আইএনটিটিইউসি অনুমোদিত কর্মী ইউনিয়নের সমর্থকেরা। মুখ্যমন্ত্রীকে নিগৃহীতদের  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। 
রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পরে দল নিয়ে যেভাবে মুখ খুলেছেন শোভনদেব চট্টোপাধ্যায় তাতে অস্বস্তি ক্রমেই বাড়ছে দলের। সেই অস্বস্তি ঢাকতেই এদিন সকালে নেত্রীর নির্দেশে তত্পর হন দলের দুই নেতা। শোভনদেব চট্টোপাধ্যায়কে ফোন করেন ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়। এরপর শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে  বৈঠকও করেন মমতা ঘনিষ্ঠ এই দুই নেতা। তাঁর অভিযোগের বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানোর  আশ্বাস দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়।

.