শিশুব্যবসা ও বেসরকারি চিকিত্সাশয় দুর্নীতি রুখতে তত্পর সরকার
শিশুব্যবসা ও বেসরকারি চিকিত্সায় দুর্নীতি রুখতে তত্পর সরকার। রাজ্যজুড়ে বেসরকারি চিকিত্সা কেন্দ্রগুলির তথ্য সংগ্রহের নির্দেশ গেল পুলিসের কাছে। প্রতিটি থানা এলাকায় বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম এবং মেডিক্যাল ক্লিনিকগুলির নথি খতিয়ে দেখবে পুলিস। তাদের রেজিস্ট্রেশন, লাইসেন্স ও নবীকরণ, ফায়ার লাইসেন্স, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, কর্মী সংখ্যা, শয্যা সংখ্যা এবং কী কী চিকিত্সার সুবিধা রয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিবের তরফে রাজ্য পুলিসের DG কে এই নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ পৌছে গেছে থানায় থানায়।
ওয়েব ডেস্ক: শিশুব্যবসা ও বেসরকারি চিকিত্সায় দুর্নীতি রুখতে তত্পর সরকার। রাজ্যজুড়ে বেসরকারি চিকিত্সা কেন্দ্রগুলির তথ্য সংগ্রহের নির্দেশ গেল পুলিসের কাছে। প্রতিটি থানা এলাকায় বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম এবং মেডিক্যাল ক্লিনিকগুলির নথি খতিয়ে দেখবে পুলিস। তাদের রেজিস্ট্রেশন, লাইসেন্স ও নবীকরণ, ফায়ার লাইসেন্স, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, কর্মী সংখ্যা, শয্যা সংখ্যা এবং কী কী চিকিত্সার সুবিধা রয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিবের তরফে রাজ্য পুলিসের DG কে এই নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ পৌছে গেছে থানায় থানায়।