Jagdeep Dhankar: রাজভবনে মুখ্যসচিব-অর্থসচিবের সঙ্গে বৈঠক, অর্থবিলে সম্মতি রাজ্যপালের

মুখ্যমন্ত্রীর সঙ্গেও রাজ্যপালের ফোনে কথা হয় বলে খবর।

Updated By: Mar 30, 2022, 09:39 PM IST
Jagdeep Dhankar: রাজভবনে মুখ্যসচিব-অর্থসচিবের সঙ্গে বৈঠক, অর্থবিলে সম্মতি রাজ্যপালের

নিজস্ব প্রতিবেদন: অবশেষে জট কাটল। রাজভবনে মুখ্যসচিব ও অর্থসচিবের সঙ্গে বৈঠকের পর বকেয়া অর্থবিলে স্বাক্ষর করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। টুইট করে সেকথা জানিয়েছেন তিনি নিজেই।

অর্থবিল আটকে ছিল রাজভবনে। সরকারের বিরুদ্ধে আবার সাংবিধানিক রীতি-নীতি না মানারও অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। স্রেফ মুখ্যসচিবকেই নয়, এদিন দুপুরে রাজ্যের অর্থসচিবকেও তলব করেন রাজ্যপাল। বিকেলে ৪টের সময়ে রাজভবনে আসতে বলা হয় তাঁদের।

 

নির্দিষ্ট সময়ে রাজভবনে যান মুখ্যসচিব ও অর্থসচিব। রাজ্য প্রশাসনের দুই শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠক করেন রাজ্যপাল। এমনকী, বৈঠকে ফাঁকে মুখ্য়মন্ত্রীর (CM Mamata Banerjee) সঙ্গে তাঁর কথা হয় বলে সূত্রের খবর।

 

এর আগে, গতকাল মঙ্গলবার রামপুরহাট কাণ্ড-সহ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল।  টুইট করেছিলেন, 'চলতি সপ্তাহেই রাজভবনে আসুন'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.