বাজারে 'চকচক করা আপেল'-এর সঙ্গে কী 'ভয়ঙ্কর' জিনিস আপনি খাচ্ছেন, জানেন?
ওয়েব ডেস্ক : আপেলের জেল্লা বাড়াতে গায়ে দেওয়া হচ্ছে মোমের প্রলেপ। গোপনসূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার বিভিন্ন বাজারে তল্লাসি চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। গ্রেফতার করা হয় এক ফল ব্যবসায়ীকে। বাজেয়াপ্ত করা হয় মোমের প্রলেপ দেওয়া আপেল।
চকচকে আপেল ভেবে যা আপনি ঘরে নিয়ে তুলছেন, তাতে পুষ্টি তো দূর অস্ত ক্ষতির আশঙ্কা রয়েছে। এমনই দাবি খোদ বিক্রেতাদের। শহরে ছেয়ে গিয়েছে বিদেশের আপেল। কোনওটি আসছে চিলি, ওয়াশিংটন, কলম্বো থেকে, আবার কোনওটি সিমলা অথবা জম্মু-কাশ্মীরের। আপেল চকচকে করার জন্য তার গায়ে মাখানো হচ্ছে মোম। বিক্রেতাদের দাবি, কিছুই করার নেই, বাক্সবন্দি হয়ে তাঁদের কাছে পৌঁছচ্ছে এই আপেলই।
গোপন সূত্রে খবর পেয়ে নোয়াপাড়া এলাকায় বিভিন্ন বাজারে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। গ্রেফতার হয় দীপক হালদার নামে এক ফল ব্যবসায়ী। বাজেয়াপ্ত হয় মোমের প্রলেপ দেওয়া আপেল। তবে অভিযুক্তের অভিযোগ, এবিষয়ে কিছুই জানা নেই তার।
আরও পড়ুন, 'গোটা বাড়িটাই চাই', অসহায় বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ শিক্ষিকা মেয়ের বিরুদ্ধে