ভারতী ঘোষ কি বিজেপিতে?

বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে সোমবার সকালেই কথা বলেছেন ভারতী ঘোষ।

Updated By: Feb 5, 2018, 06:40 PM IST
ভারতী ঘোষ কি বিজেপিতে?

অঞ্জন রায়: ভারতী দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। (দলের) দরজা বড় করে রেখেছি, আসলে দেখা যাবে। স্বেচ্ছাবসর নেওয়া আইপিএস অফিসার ভারতী ঘোষের বিজেপি-তে যোগদান প্রসঙ্গে এদিন এমন প্রতিক্রিয়াই দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে সোমবার সকালেই কথা বলেছেন ভারতী ঘোষ। এরপরই ভারতীর পদ্মযোগ নিয়ে জল্পনা চরমে উঠেছে।

আরও পড়ুন- উদ্ধার কোটি টাকার নগদ-গয়না, ভবানী ভবনে তলব ভারতীকে

প্রসঙ্গত, এদিন সকালেই ভারতী ঘোষের বাড়িতে গিয়ে তাঁকে নোটিস দিয়ে এসেছে সিআইডি। জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদের জন্যও তাঁকে তলব করা হতে পারে। এর আগে শুক্রবার ভারতী ঘোষের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছে সিআইডি। সেখান থেকে প্রচুর সোনা ও নগদ টাকা পাওয়া গিয়েছে বলে খবর। ভারতীর বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী চন্দন মাজির অভিযোগ, জেলার পুলিস সুপার থাকাকালীন তিনি হুমকি দিয়ে তোলা নিতেন (টাকা ও সোনা)। তবে, এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতীর স্বামী।

আরও পড়ুন- সিআইডি তল্লাসি ভারতী ঘোষ সহ ৭ অফিসারের বাড়িতে

.